
Home যশোর জেলা / Jessore District > বি, এ এফ শাহীন কলেজ, যশোর (১৯৭৪)
এই পৃষ্ঠাটি মোট 100015 বার পড়া হয়েছে
বি, এ এফ শাহীন কলেজ, যশোর (১৯৭৪)
বাংলাদেশ বিমান বাহিনী, মতিয়ুর রহমান ঘাঁটির প্রাণকেন্দ্রে ছায়াসুনিবিড় প্রাকৃতি মনোরম পরিবেশে বিদ্যাপীঠটি অবস্থিত। ১৯৭৪ সালের পূর্বে অত্র এলাকার বিদ্যার্থীদের জ্ঞান লাভের জন্য একমাত্র দাউদ পাবলিক স্কুল ছাড়া অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় ১৯৭৪ সালে বিমান বন্দর কর্তৃপক্ষের প্রচেষ্টায় বিমান বন্দর এলাকায় সর্বপ্রথম একটি প্রাথমিক বিদ্যালয়ের সূচনা করা হয়। এ সময় বিমান বাহিনী কর্তৃক উন্নতমানের শিক্ষাদানের লক্ষ্যে বিমান বাহিনী এলাকায় একটি স্কুল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। এই পরিকল্পনা অনুযায়ী ১৯৭৬ সালে বিমান বাহিনী কর্তৃপক্ষ বিমান বন্দর প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত দায়িত্বভার গ্রহণ করে সম্পূর্ন নতুন আঙ্গিকে নিজ এলাকায় বি, এ, এফ শতদল স্কুল নামে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সূচনা করেন। ১৯৭৮ সালে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়। এ সময় বিদ্যালয়টির নামকরণ করা হয় বি, এ, এফ শাহীন স্কুল। ১৯৮৪ সালে বিদ্যালয়টির সঙ্গে কলেজ বিভাগ সংযুক্ত করে নামকরণ করা হয় বি, এ, এফ শাহীন কলেজ। বর্তমানে বিদ্যাপীঠটিতে কেজি বিভাগ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শ্রেণী কার্যক্রম চালু আছে। শাহীন কলেজটি বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত আদর্শ বিদ্যাপীঠ। ৯ একর জমির উপর ২৭ কক্ষ বিশিষ্ট ত্রিতল ভবন ও ৬ কক্ষ বিশিষ্ট সেমিপাকা ভবনসহ একটি মনোরম খেলার মাঠ নিয়ে বিদ্যালয়টির অবস্থান।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
শামিউল আমিন (শান্ত)
মোঃ হাসানূজ্জামান (বিপুল)