
Home যশোর জেলা / Jessore District > উপশহর মহাবিদ্যালয়, যশোর (১৯৮৬)
এই পৃষ্ঠাটি মোট 99942 বার পড়া হয়েছে
উপশহর মহাবিদ্যালয়, যশোর (১৯৮৬)
যশোরের আপামর জনসাধারণের সক্রিয় উদ্যোগে ১৯৮৬ সনে উপশহর মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। যশোর শহরের উত্তর পশ্চিম সীমান্তে হাউজিং এস্টেটের কোলাহলমুক্ত পরিবেশে উপশহর মহাবিদ্যালয়টির অবস্থান। সবুজ গাছ পালা, সুবিস্তৃত মাঠ, সুন্দর লেক, শিশু বিদ্যালয়, ঈদগাহ ময়দান ও মাধ্যমিক বিদ্যালয় কলেজটিকে ঘিরে রয়েছে। যেন রবীন্দ্রনাথের শিক্ষা প্রতিষ্ঠান গড়ার থিওরী অনুযায়ী আকাশ, নদী আর বৃক্ষের অবিকল প্রতিচ্ছবি। কলেজটির মোট জমির পরিমান ৩.০৮ একর।
সূচনা লগ্নের গোলপাতার কলেজ আজ সুরম্য অট্টলিকা সমৃদ্ধ। ক্যাম্পাসের মনমুগ্ধকর নিরিবিলি পরিবেশ দেখলেই একজন শিক্ষার্থী দ্রুত কলেজের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষ থেকে মানবিক ও বাণিজ্যিক শাখা নিয়েই শুরু হয় এ কলেজ। পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান ও স্নাতক বি, এ বি, এস, এস, এবং বি, কম শাখার উদ্বোধনের মাধ্যমে এটি একটি আদর্শ ডিগ্রী কলেজে উন্নীত হয়। বর্তমান ৫৬ জন শিক্ষক ও কর্মচারী নিয়ে কলেজটি পরিচালিত হচ্ছে। কলেজের অধিকাংশ শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান ছাত্র/ছাত্রীদের মেধা, দৃষ্টিভঙ্গি ও আচরণকে প্রভাবিত করছে।
শুধু পড়ানো নয়, পাঠ কক্ষে পড়া আদায়, নিয়মিত টিউটোরিয়াল ও মাসিক মডেল টেষ্ট গ্রহণসহ নিজস্ব পাঠ পরিকল্পনা অনুসারে সুনির্দিষ্ট কোর্স সমাপ্তি শেষে আভ্যন্তরীন পরীক্ষা সমূহ যথারীতি সম্পন্নের সুব্যবস্থা রয়েছে। বাৎসরিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি শাখার সর্বোচ্চ নম্বর প্রাপ্তকে পুরস্কার দেয়া হয়।
১৯৯৪ সনে মোঃ আলী আজম এ কলেজ থেকে বোর্ডের মেধা তালিকায় ১৯তম স্থান অধিকার করে। এছাড়া প্রতি বছর ছাত্র/ছাত্রীরা স্টার নম্বর পেয়ে উত্তীর্ণ হয়। অনেক ছাত্র/ছাত্রী এ কলেজ থেকে উত্তীর্ণ হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে।
২০০৪ সালে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচ, এস, সি প্রোগ্রামে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা এবং বি, এ বি, এস, এস কোর্স চালু হয়েছে।
কলেজে নিয়মিত ডিবেট ও অন্যান্যসহ শিক্ষা কার্যক্রম অব্যাহত আছে। ক্রীড়া ক্ষেত্রে উপশহর কলেজ ইতিমধ্যেই বিশেষ সুনাম ও খ্যাতি অর্জন করেছে। আন্ত: কলেজ এ্যাথলেটিক্স, হ্যান্ডবল, ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতায় উপশহর কলেজ কয়েকবার চ্যাম্পিয়ন ও রানার্স আপ হবার গৌরব অর্জন করেছে। এ কলেজের একজন ছাত্র ইতিমধ্যে জাতীয় ক্রিকেট দলে অন্তর্ভুক্ত হয়েছে।
উপশহর কলেজ একটি সম্ভবনাময় কলেজ। শান্ত পরিবেশে ছাত্র/ছাত্রীদের জ্ঞান লাভ ও নৈতিক চরিত্র গঠনের একটি উত্তম বার্তাবরন তৈরী করা হয়েছে। সুদক্ষ গভর্নিং বডি, অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী ও পৃষ্ঠপোষক বৃন্দ কলেজটিকে একটি সম্মানজনক আসনে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। ইতিমধ্যে ২টি বিষয়ে অনার্স কোর্স ও কারিগরী শাখা প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একদিন এ শিক্ষা প্রতিষ্ঠানটি দেশের সর্বোত্তম আদর্শ বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করবে বলে আশা করা যায়।
অধ্যক্ষবৃন্দের তালিকা | ||||
নাম | যোগদান | প্রস্থান | ||
১) জনাব কাজী আব্দুল হালিম | ২৭-৬-৮৬ | ২৬-৪-৯২ | ||
২) জনাব এ,কে,এম নাজিম উল্লাহ | ২৬-৪-৯২ | ২৫-৭-৯২ | ||
৩) জনাব ভবেশ চন্দ্র বিশ্বাস (ভারপ্রাপ্ত) | ২৫-৭-৯২ | ১৩-৪-৯৪ | ||
৪) জনাব এস,কে শহিদুল ইসলাম (ভারপ্রাপ্ত) | ১৪-৪-৯৪ | ৮-১-৯৫ | ||
৫) জনাব কাজী হাবিবুল্লাহ | ৮-১-৯৫ | কর্মরত |
তথ্য সংগ্রহে :
কাজী হাবিবুল্লাহ
অধ্যক্ষ, উপশহর কলেজ
সম্পাদনা :
মোঃ শামিউল আমিন শান্ত
মোঃ হাসানূজ্জামান (বিপুল)