
Home যশোর জেলা / Jessore District > যশোর সদর উপজেলা / Jessore Sadar upazila
এই পৃষ্ঠাটি মোট 100038 বার পড়া হয়েছে
যশোর সদর উপজেলা / Jessore Sadar upazila
ভৌগোলিক অবস্থান :
৪৩২.৮২ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট যশোর সদর উপজেলা উত্তরে কালীগঞ্জ ও বাঘারপাড়া উপজেলা, দক্ষিণে অভয়নগর ও মনিরামপুর উপজেলা, পূর্বে বাঘারপাড়া ও নড়াইল সদর উপজেলা এবং পশ্চিমে ঝিকরগাছা উপজেলা দ্বারা বেষ্টিত।
নদ-নদী ও বিল :

উল্লেখযোগ্য নদীর মধ্যে রয়েছে ভৈরব ও মুক্তেশ্বরী।
সদর উপজেলায় উল্লেখযোগ্য ৩টি বিল রয়েছে।
শহরের আয়তন ও জনসংখ্যা :
৯টি ওয়ার্ড, ৭৩ টি মহল্লা নিয়ে গঠিত যশোহর শহর ভৈরব নদীর তীরে অবস্থিত। ১৮৬৪ সালে যশোহর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। শহরের আয়তন ২৫.৭২ বর্গ কিলোমিটার।
শহরের জনসংখ্যা প্রায় ১ লক্ষ ২৫ হাজার। এর মধ্যে পুরুষ ৫২.৯৭% এবং নারী ৪৭.৫৭%। শহরের অধিবাসীদের মধ্যে স্বাক্ষরতার হার ৫৬.৫৭%। শহরে একটি ডাকবাংলা আছে।
প্রশাসন :
১টি পৌরসভা, ৯টি ওয়ার্ড, ১৫টি ইউনিয়ন পরিষদ, ২৫২টি গ্রাম এবং ৩১৭টি মৌজা নিয়ে গঠিত যশোহর সদর উপজেলা। ২টি সংসদীয় এলাকার মধ্যে রয়েছে যশোর পৌরসভা ও ক্যান্টনমেন্ট এলাকা (আসন- ৩) এবং বসুন্দিয়া ইউনিয়ন (আসন- ৪)।
১ ফ্রেরুয়ারী, ১৯৮৪ সালে যশোর সদর উপজেলার সৃষ্টি। নির্বাচিত প্রথম চেয়ারম্যান জনাব মো: রবিউল আলম এবং প্রথম নির্বাহী অফিসার কে, কে সরকার।
বিশিষ্ট ব্যক্তিবর্গ :
কমরেড আব্দুল হক (বামপন্থী রাজনীতিবিদ), প্রফেসর মো: শরীফ হোসেন (সমাজসেবক), রাধাগোবিন্দ চন্দ্র (জ্যোতিষ্ক বিজ্ঞানী), বিচারপতি লতিফুর রহমান (সাবেক প্রধান উপদেষ্টা), ড. এম শমশের আলী (পরমানু বিজ্ঞানী), ড. মো: মনিরুজ্জামান (সাহিত্যিক), তরিকুল ইসলাম (রাজনীতিবিদ), খালেদুর রহমান টিটো (রাজনীতিবিদ), মো: রফিকউজ্জামান (গীতিকার), আব্দুর রউফ (সাহিত্যিক), ববিতা (অভিনেত্রী), সুচন্দা (অভিনেত্রী), চম্পা (অভিনেত্রী), সন্ধ্যা রায় (অভিনেত্রী), রিয়াজ (অভিনেতা), প্রণব ঘোষ (সঙ্গীত পরিচালক)।
স্থাপত্য ঐতিহ্য এবং পুরার্কীতি :
চাঁচড়া রাজবাড়ী, কালিমন্দির, শেখহাটীতে রাজা পটল বেদীর রাজ প্রাসাদের ধ্বংশবশেষ (পাল ও সেন আমলে)। সেখহাটীতে লক্ষণ সেন কর্তৃক নির্মিত ভূবনেশ্বরী দেবীর বিগরাহা, মুড়লীতে হাজী মোহাম্মদ মোহসীন কর্তৃক নির্মিত ইমামবাড়া, গরীবশাহ মাজার, হযরত বোরহান শাহ মাজার, মুড়লীতে জমিদার বাড়ী ও ১৭০৪ সালে নির্মিত জেড়া মন্দির এবং নীলগঞ্জ মহাশ্বশান ।
ঐতিহাসিক ঘটনা :
১৯৭১ সালের ২৯ মার্চ ক্যাপ্টেন হাফিজ উদ্দিন ও লেফটেন্যান্ট আনোয়ারের নেতৃত্বে যশোহর সেনানিবাসে কর্তব্যপালনরত সৈন্যরা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে। এতে ৩০০ সেনা সদস্য নিহত হয়। মুক্তিযোদ্ধারা চাঁচড়ায় মেশিনগান দিয়ে ৫০ জন পাক সৈন্যকে হত্যা করে।
মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্ন :
মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রহ ১টি (চাঁচড়ার বধ্যভূমি স্মৃতিস্তম্ভ)।
জনসংখ্যা :
উপজেলার মোট জনসংখ্যা প্রায় ৫ লক্ষ ৪০ হাজার। এর মধ্যে পুরুষ ৫২.৮৫%, নারী ৪৭.১৫%, মুসলমান ৮৯.৪২%, হিন্দু ১০.২৬% এবং অন্যান্য ০.৩২%।
ধর্মীয় প্রতিষ্ঠান :
মসজিদ ৭৯১টি, মন্দির ১১৪টি, গীর্জা ৬টি এবং সমাধি ৫টি। এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মার্কাস মসজিদ (নিউ মার্কেট), ক্যাথলিক গীর্জা এবং মাড়ুয়া মন্দির।
সাক্ষরতা :
গড় সাক্ষরতা ৪৪.২%। এর মধ্যে পুরুষ ৫১.৫% এবং নারী ৩৫.৯%।
শিক্ষা প্রতিষ্ঠান :
মহাবিদ্যালয় ১৬টি, উচ্চ বিদ্যালয় ৭৪টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৭৬টি, বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ৫১টি, পলিটেকনিক ইন্সটিটিউট ১টি এবং মাদ্রাসা ৮টি।
উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মাইকেল মধুসূদন বিশ্ববিদ্যালয় কলেজ (১৯৪১), সরকারী সিটি কলেজ (১৯৭০), সরকারী মহিলা কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ (১৯৬৯), যশোর জিলা স্কুল (১৮৩৮), সম্মিলনী ইনস্টিটিউশন (১৯৮৯), সরকারী বালিকা বিদ্যালয় (১৯২৭), এম এস টি পি স্কুল (১৯২৬), আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমী (১৯৩৮), মুসলিম একাডেমী (১৯৪৬) ও দাউদ পাবলিক স্কুল (১৯৫৯)।
সাংস্কৃতিক সংগঠন :
ক্লাব ৩৭টি, থিয়েটার গ্রুপ ৫টি, থিয়েটার মঞ্চ ৪টি, সিনেমা হল ৫টি, গণগ্রন্থাগার ২টি, মহিলা সংগঠন ১২টি, যাত্রা দল ১০৬টি।
সংবাদপত্র ও সাময়িকী :
দৈনিক রানার, দৈনিক লোকসমাজ, দৈনিক দেশ হিতৈষী, দৈনিক গ্রামের কাগজ, দৈনিক স্পন্দন, দৈনিক পূরবী, দৈনিক কল্যাণ (বিলুপ্ত), সাপ্তাহিক কপোতাক্ষ (বিলুপ্ত)।
প্রধান পেশা :
কৃষি ৩৯.৪৮%, কৃষি শ্রমিক ২৪.৩৬%, মজুরী শ্রমিক ২.৬৮%, ব্যবসা বাণিজ্য ১১.৯৯%, চাকুরী ৮.৬৬%, শিল্প ১.৪১%, পরিবহন ৩.১১% এবং অন্যান্য ৮.৮১%।
আবাদযোগ্য জমি :
আবাদযোগ্য মোট জমির পরিমান ৩২৩৯৬.৬ হেক্টর, পতিত জমি ১৬৫ হেক্টর, একক ফসল ২২%, দ্বৈত ফসল ৭৫% এবং ত্রি ফসল ৩%। সেচের আওতায় জমি ৮৫%।
ভূমি নিয়ন্ত্রণ :
চাষীদের মধ্যে ভূমিহীন ১৪%, ক্ষুদ্র ৪৫%, মাঝারী ৩৬% এবং ৫% ধনী। চাষযোগ্য মাথাপিছু জমির পরিমান ০.০৬ হেক্টর।
প্রধান শষ্য :
ধান, পাট, গম, ভূট্টা, আলু , তুলা, সরিষা ও তরিতরকারী। বিলুপ্ত অথবা প্রায় বিলুপ্ত ফসলের মধ্যে রয়েছে স্থানীয় জাতের ধান ও তামাক।
প্রধান ফল :
খেজুর, কাঁঠাল, পেঁপে, কলা, লিচু এবং নারিকেল।
যোগাযোগ ব্যবস্থা :
পাকা সড়ক ২১৯.৫ কিলোমিটার, আধাপাকা ৩৭ কিলোমিটার এবং কাঁচা রাস্তা ৪৫৩ কিলোমিটার, রেলপথ ৩৫ কিলোমিটার, জলপথ ৫ নটিকেল মাইল, বিমান বন্দর ১টি। ঐতিহ্যগত পরিবহনের মধ্যে রয়েছে পালকি ও গরুর গাড়ী। এ ধরনের পরিবহন হয় বিলুপ্ত অথবা প্রায় বিলুপ্তির পথে।
শিল্প ও কল কারখানা :
মোট শিল্প কারখানা ১২৩টি। উল্লেখযোগ্য শিল্প কারখানার মধ্যে রয়েছে বস্ত্র কল ১টি, বলপেন কারখানা ১টি, চিরুনী ও বোতাম কারখানা ১টি, প্লাস্টিক কারখানা ৬টি, ইস্পাত মিল ৪টি, বিস্কুট কারখানা ২টি, বরফ কারখানা ২টি, তেল কল ৩২টি, মসলা মিল ২৪টি, চাউল কল ১০৮টি, ওয়েল্ডিং ১৫৩টি, লেদ মেশিন ৪টি। কুটির শিল্পের মধ্যে রয়েছে তাঁত, বাঁশের কাজ, স্বর্ণকার, কর্মকার, কুম্ভকার, কাঠের কাজ ও দরজীর কাজ।
প্রধান হাট বাজার :
প্রধান হাট ও বাজার ৫৫টি। এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হাট হচ্ছে যশোর উপশহর গরুর হাট, রাজার হাট, পুলের হাট এবং চুড়ামনকাঠি হাট। বাজারের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যশোর বড় বাজার ও হাসেমপুর বাজার।
প্রধান রপ্তানী :
তুলা, পাট, চামড়া, কাঁঠাল, কলা, চিরুনী এবং খেজুর গুড়।
এনজিও তৎপরতা :
তৎপরতা চালাচ্ছে এমন গুরুত্বপূর্ণ এনজিওগুলো হল ব্রাক, আশা, গ্রামীণ ব্যাংক, প্রশিকা, জাগরনী চক্র, আশার আলো, সমাজ কল্যাণ সংস্থা, বাঁচতে শেখা এবং নিজেরা করি।
স্বাস্থ্য কেন্দ্র :
হাসপাতাল মোট ৬টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১টি ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ১৫টি এবং বেসরকারি ক্লিনিক ১১টি। হাসপাতালগুলোর রয়েছে যশোর সদর হাসপাতাল (২৫০ বেড), ফাতেমা হাসপাতাল, আদ্বীন হাসপাতাল, কুইন্স হাসপাতাল, দড়াটানা হাসপাতাল, উত্তরা হাসপাতাল। উল্লেখযোগ্য ক্লিনিকগুলোর মধ্যে রয়েছে পলি ক্লিনিক, হাসিনা ক্লিনিক ও ডক্টর্স কর্ণার।
স্যানিটেশ কভারেজ :
স্যানিটেশন কভারেজ ৭০% এবং ১০০% স্যানিটেশন কভারেজ ভুক্ত ইউনিয়নের সংখ্যা ২টি।
তথ্য সূত্র :
বাংলা পিডিয়া ওয়েবসাইট
যশোর ইতিবৃত্ত (মনোরঞ্জন বিশ্বাস)
অনুবাদ :
কামাল নাসের, আরটিভি।
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান (বিপুল)
সর্বশেষ আপডেট :
নভেম্বর ২০১১
More information about Jessore Sadar Upazila
wikipedia.org
dcjessore.gov.bd
dcjessore.gov.bd
bangladesherkhabor.com
banglahili.com
wikipedia.7val.com
wikipedia.org
dcjessore.gov.bd
dcjessore.gov.bd
bangladesherkhabor.com
banglahili.com
wikipedia.7val.com