
Home যশোর জেলা / Jessore District > যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (২০০৭)
এই পৃষ্ঠাটি মোট 100053 বার পড়া হয়েছে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (২০০৭)
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি যশোর শহরের উপকণ্ঠে রামনগর নামক স্থানে স্থাপিত হবে এই মর্মে বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক

বর্তমান বিশ্ববিদ্যালয়ের অবস্থান :
যশোর শহর থেকে ১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আমবটতলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অবস্থান। স্থানটি স্বাধীনতা সড়ক (যশোর-চৌগাছা সড়ক) সংলগ্ন। যার দূরত্ব যশোর-ঢাকা ভায়া ঝিনাইদহ সড়ক ও মেরুল্লাহ নগর রেল ষ্টেশন থেকে পাঁচ কিলোমিটার।
প্রতিষ্ঠা : ২৫ জানুয়ারী ২০০৭ ইং (এস, আর, ও নং ১৩- আইন/২০০৭)
আয়তন : ৩৫ একর।
অনুষদওয়ারী বিভাগ সমূহ :
অনুষদের নাম | বিষয়ের নাম | |
জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ | অনুজীব বিজ্ঞান বিভাগ | |
একুয়াকালচার ও ফিশারীজ বিভাগ | ||
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ | ||
ফার্মেসী বিভাগ | ||
ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ | ফলিত রসায়ন ও কেমিক্যাল বিভাগ | |
নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি বিভাগ | ||
পরিবেশ বিজ্ঞান ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগ | ||
ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি অনুষদ | কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ | |
পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ | ||
ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ | ||
ক্লাস শুরু : ১০ জুন ২০০৯ খ্রিঃ
মোট শিক্ষার্থী : ৯৮৫ জন
মোট শিক্ষক : ৩৯ জন
মোট কর্মকর্তা : ১৭ জন
মোট কর্মচারী : ৫৫ জন
গ্রন্থাগার : বর্তমান সংগৃহীত পুস্তক সংখ্যা : ৫০০০ (পাঁচ হাজার) টি
সাময়িকী : ১০০ (একশত) টি
হল সংখ্যা : ০২ টি
১। শহীদ মসিয়ুর রহমান হল (ছাত্র হল)
২। শেখ হাসিনা হল (ছাত্রী হল)
ভবন সংখ্যা :
১। একাডেমিক ভবন।
২। প্রশাসনিক ভবন।
৩। মসজিদ
৪। টিএসসি
৫। উপাচার্যের বাস ভবন
৬। ডরমেটরি (শিক্ষক ও কর্মকর্তা)
অন্যান্য স্থাপনা :
১। বৈদ্যুতিক সাবস্টেশন
২। ডিপ টিউবয়েল (০৩ টি)
পরিবহন :
বাসের সংখ্যা : ০৪ টি (০৩ টি নিজস্ব ও ০১টি দোতলা বিআরটিসি থেকে ভাড়াকৃত)
গাড়ীর সংখ্যা : ০৩ টি
তথ্য সংগ্রহ :
ইকরামুল বাসার লিটন
ছবি সংগ্রহ:
ইন্দ্রোজিত রায়