
Home যশোর জেলা / Jessore District > সম্মিলনী ইন্সটিটিউশন যশোর (১৮৮৯)
এই পৃষ্ঠাটি মোট 99969 বার পড়া হয়েছে
সম্মিলনী ইন্সটিটিউশন যশোর (১৮৮৯)
Sammilani Institution, Jessore
বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যানুরাগী ব্যক্তি রায় বাহাদুর যদুনাথ মজুমদার অনুভব করেছিলেন যে, বৃটিশ শাসিত ভারত বর্ষের



রায় বাহাদুর যদুনাথ মজুমদার কর্তৃক নির্মিত পুরাতন ভবনটি ব্যবহারের অযোগ্য হওয়ায় কর্তৃপক্ষ তা ভেঙ্গে নতুন ত্রিতল ভবন নির্মাণ করেন। বিদ্যালয়টির প্রবেশ পথের দক্ষিণে কারুকার্য খন্ডিত সরস্বতীর মন্দীরটি অতীত দিনের

১৯৪৭ সালে দেশ বিভাগের পূর্ব পর্যন্ত বিদ্যালয়টি স্থানীয় হিন্দু জনসাধারণের সাহায্যে পরিপুষ্ট ছিল। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন রায় বাহাদুর মজুমদার যদুনাথ, ধারনী ধর হালদার, হৃদয়নাথ দত্ত (প্রথম প্রধান শিক্ষক) ও সকুমার দাস গুপ্ত। কিন্তু দেশ বিভাগের ফলে বহু প্রভাবশালী হিন্দু অধিবাসী দেশ ত্যাগ করে ভারতে চলে যাওয়ায় বিদ্যালয়টির দুরাবস্থা দেখা দেয়। এই দুর্দিনে যে সকল মহৎ প্রাণ ব্যক্তি বিদ্যালয়টির হাল ধরেন

সম্মিলনী ইনস্টিটিউশনের একটি বৈশিষ্ট্য যে, বিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্ন থেকে কোনদিন সরকারী সাহায্য গ্রহণ করেনি। জনগনের সাহায্যে পরিপুষ্ট। অবশ্য পরবর্তী পর্যায়ে ১৯৬৭ সালে বিদ্যালয় কর্তৃপক্ষ সরকারী সাহায্য গ্রহণ করেন। সম্মিলনী ইনস্টিটিউশনটি যশোর জেলার একটি আদর্শ শিক্ষা মন্দির এবং অসংখ্য কৃতি ছাত্রের জনক।
তথ্য সূত্র : শিক্ষালয়ের ইতিকথা

লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
শামিউল আমিন (শান্ত)
মোঃ হাসানূজ্জামান বিপুল
সর্বশেষ আপডেট:
জানুয়ারী ২০১২
![]() |
||
![]() |
![]() |
![]() |