
Home যোদ্ধা-বিদ্রোহী / Fighters-Rebel > মুহাম্মদ নুরুল কাদির / Mohammad Nurul Kadir (1940)
এই পৃষ্ঠাটি মোট 99892 বার পড়া হয়েছে
মুহাম্মদ নুরুল কাদির / Mohammad Nurul Kadir (1940)
মুহাম্মদ নুরুল কাদির
Mohammad Nurul Kadir
Home District: Magura
জন্ম ১৯৪০, আলাইপুর, মাগুরা। পড়াশুনা করেছেন নবাবপুর সরকারী উচ্চ বিদ্যালয়, ঢাকা, যশোর জিলা স্কুল, নটরডেম কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তিনি বিখ্যাত বই “দুশো ছেষট্টি দিনে স্বাধীনতা” গ্রন্থেও লেখক। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাঁর অসামান্য অবদান রয়েছে। মুক্তিযুদ্ধের সময় আন্তর্জাতিক সমর্থন আদায়ে তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছিলেন। সাবেক সেক্রেটারী জেনারেল, রাজশাহী-খুলনা বিভাগ কল্যাণ সমিতি, কমলাপুর উন্নয়ন সমিতি, ঢাকা; সাবেক সভাপতি, যশোর সমিতি, ঢাকা ও আহ্বায়ক, যশোর জেলা স্কুল প্রাক্তন ও ছাত্র সমিতি; রেডক্রসের আজীবন সদস্য; সাবেক চেয়ারম্যান দিলকুশা ইউনিয়ন ঢাকা মিউনিসিপাল কর্পোরেশন। মুক্তিযুদ্ধ ও যুদ্ধ পরবর্তী সময়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তাঁর সাক্ষাৎকার ও লেখা প্রচারিত হয়। তিনি সুপ্রীমকোর্ট বারের একজন সদস্য। ফোনঃ ০১৯১১৩৯১০৪২