
Home যশোর জেলা / Jessore District > যশোর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় (১৯২৭)
এই পৃষ্ঠাটি মোট 99819 বার পড়া হয়েছে
যশোর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় (১৯২৭)
ভৈরব নদের নিকটবর্তী এক মনোরম পরিবেশে বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে প্রতিষ্ঠিত নারী শিক্ষার এই বৃহৎ বিদ্যাপাঠটি যশোর শহরের প্রাণকেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ১’৭৭ একর জমির উপর আট কক্ষ বিশিষ্ট পুরাতন দ্বিতল ভবন ও ছাত্রী মিলনায়তনসহ বিদ্যালয়টিতে প্রধান শিক্ষয়িত্রীর বাসভবন রয়েছে।
অবরোধ বাসিনী মুসলমান নারী সমাজের অজ্ঞানতা ও নির্জীবতা দূর করার লক্ষ্যে মুহাম্মদ এহিয়া মিয়া নামক একজন বিদ্যোৎসাহী ব্যক্তি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রথম পর্যায়ে বিদ্যালয়টির শ্রেণী কার্যক্রম শুরু হয় জামে মসজিদের পূর্বপার্শ্বে একটি খড়ের ঘরে নিম্ন প্রাথমিক বালিকা বিদ্যালয় হিসেবে। এর কিছু দিন পর উচ্চ প্রাথমিক বালিকা বিদ্যালয়ে উন্নীত হয়। ১৯২৭ সালে খান বাহাদুর মোঃ আব্দুল মোমেন নামক নারী শিক্ষায় আগ্রহী এক ডিষ্ট্রিক্ট ম্যাজিষ্ট্রেট যশোর জেলার প্রশাসনিক দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর ও এহিয়া মিয়ার প্রচেষ্টায় বিদ্যালয়টি বর্তমান স্থানে স্থানান্তরিত হয়ে মধ্য ইংরেজী বালিকা বিদ্যালয়ে উন্নীত হয় এবং ১৯৬০ সালে শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত হয়ে মাধ্যামিক বালিকা বিদ্যালয়ে উন্নীত হয়। বিদ্যালয়টির প্রথম প্রধান শিক্ষক ছিলেন মিসেস রওশন আরা বানু (বি, এ, বি-এড)।
ডিষ্ট্রিক্ট ম্যাজিষ্টেট মোঃ আব্দুল মোমেনের ঐকান্তিক প্রচেষ্টা ও সাহায্য সহযোগিতার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর নাম অনুসারে বিদ্যালয়টির নামকরণ করেন “মোমেন গার্লস্ স্কুল”। ১৯৬২ সালে বিদ্যালয়টি সরকারী করণের সময় মোঃ আব্দুল মোমেনের নামটিকে বিসর্জন দিয়ে বিদ্যালয়টির নামকরণ করা হয় “যশোর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়”। বিদ্যালয়টি যশোর নারী শিক্ষার একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে সর্বজন স্বীকৃত।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন (শান্ত)