
Home যশোর জেলা / Jessore District > দাউদ পাবলিক স্কুল (১৯৫৯)
এই পৃষ্ঠাটি মোট 99924 বার পড়া হয়েছে
দাউদ পাবলিক স্কুল (১৯৫৯)
যশোর সেনানিবাসের প্রাণকেন্দ্রে সুশীতল ছায়া নিবিড় এক শান্ত মনোরম পরিবেশে দাউদ পাবলিক স্কুলটি অবস্থিত। ১৯৫৯ সালে পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি দাউদ বিদ্যালয়টি প্রতিষ্ঠানের জন্যে সাড়ে ছয় লক্ষ টাকা অনুদান প্রদান করেন। তাঁর এই মহৎ দানে সন্তষ্ট হয়ে বিদ্যালয়টি তাঁরই নামে নামকরণ করেন “দাউদ পাবলিক স্কুল”।
১৮.১৭ একর বিদ্যালয়টিতে একটি বৃহৎ মিলনায়তনসহ ২১ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন আছে। ইহা ছাড়া শিশু শ্রেণীর জন্যে একটি আলাদা ভবন। অধ্যক্ষের দ্বিতল বাসভবন ও কর্মচারীদের জন্যে ৪টি বাসভবন ও কর্মচারীদের জন্যে ৪টি বাসভবন রয়েছে।
১৯৫৯ সালের ৩ সেপ্টেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল মোঃ আয়ুব খাঁন এই শিক্ষা প্রতিষ্ঠানটির ভিত্তি প্রস্তুর স্থাপন করেন। ১৯৬১ সাল হতে বিদ্যালয়টির শ্রেণীকার্যক্রম শুরু হয়। দাউদ পাবলিক স্কুল ভবনটি অতি মনোরম। স্বাধীনতা পূর্ব পর্যন্ত বিদ্যালয়টির শিক্ষা প্রদানের মাধ্যম ছিল ইংরাজী। প্রথম প্রধান শিক্ষক ছিলেন মিস্ কে, এন, রামবোল্ড (অষ্ট্রেলিয়া)।
প্রতিষ্ঠানটির বর্ধিক অংশ হিসাবে ১৯৬৯ সালে এর কলেজ বিভাগ চালু করা হয়। এই সময় প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়, “দাউদ পাবলিক স্কুল ও কলেজ”। এক সময় প্রতিষ্ঠানটিতে বহিরাগত ছাত্রদের থাকার জন্যে আবাসিক ছাত্রাবাসও ছিল।
১৯৮৩ সালে দাউদ পাবলিক স্কুল ও কলেজ থেকে কলেজটি সম্পূর্ণ আলাদা হয়ে “ক্যান্টনমেন্ট কলেজ” নামে বর্তমান স্থানে স্বতন্ত্র কলেজে পরিণত হয়েছে। এখন বিদ্যালয়টিতে নার্সারী হতে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। সাময়িক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর, যশোর সেনানিবাসের স্থানীয় কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে থাকে। প্রাক্তন অধ্যক্ষ দ্বয়ের মধ্যে মিসেস লিলি খাঁন ও মরহুম জহির হাসান মারুফ দীর্ঘদিন বিদ্যালয়টির উন্নয়ন ও সুশিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন। বর্তমান অধ্যক্ষের সুযোগ্য নেতৃত্বে, শিকমণ্ডলীর অক্লান্ত প্রচেষ্টা ও কর্তৃপক্ষের ব্যাপক সহযোগিতায় বিদ্যালয়টি গৌরব উজ্বল অধ্যায়ের সূচনা করেছে। বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
শামিউল আমিন (শান্ত)
মোঃ হাসানূজ্জামান বিপুল