
Home যশোর জেলা / Jessore District > যশোর আদর্শ বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৭০)
এই পৃষ্ঠাটি মোট 100063 বার পড়া হয়েছে
যশোর আদর্শ বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৭০)
যশোর লোন অফিস পাড়ার স্থায়ী বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ গোলাম নকীর ১৯৭০ খৃষ্টাব্দে “আদর্শ বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয়টি” প্রতিষ্ঠা করেন। বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যানুরাগী ব্যক্তি রায় বাহাদুর যদুনাথ মজুমদারের যশোরাস্থ পরিত্যক্ত বসত বাড়ীটাকেই দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ের প্রধান ভবন হিসাবে ব্যবহার করা হতো। বর্তমানে বাড়ীটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ায় পার্শে নতুন একতলা ভবন নির্মাণ করা হয়েছে। ২.০৯ একর জমির উপর অবস্থিত বিদ্যালয়ের অভ্যান্তরে তঁদের স্মৃতিচিহ্ন হিসাবে মন্দির ও পুকুরটি আজও বিদ্যমান।
বিদ্যালয়টি যাঁদের ত্যাগে আজকের পর্যায়ে উন্নীত হয়েছে, তাঁরা হলেন সৈয়দ গোলাম নকীর, মোঃ আব্দুর রশীদ ও মোঃ গোলাম মোস্তফা সহ এলাকাস্থ শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। বিদ্যালয়টির প্রথম প্রধান শিক্ষিকা মরিয়ম খাতুন ( এম, এ, বি-এড )।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
শামিউল আমিন (শান্ত)
মোঃ হাসানূজ্জামান (বিপুল)