
Home যশোর জেলা / Jessore District > সেবা সংঘ উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৬২)
এই পৃষ্ঠাটি মোট 99956 বার পড়া হয়েছে
সেবা সংঘ উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৬২)
নারী শিক্ষার এক সংকটকালীন মূহুর্তে যশোর শহরের পশ্চিম প্রান্তে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়টি। বিশিষ্ট সমাজসেবী ও বহু শিক্ষা ও সমাজকল্যাণ মূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বেগম আয়েশা সরদার উপলব্দি করলেন কেবল মাত্র মোমেন গালর্স স্কুল ও এম, এস, টি পি গার্লস স্কুল নামক দুটি বিদ্যালয়ে মেয়েদের শিক্ষা দানের জন্যে যথেষ্ট নয়, তখন তিনি এই সমস্যা সমাধানের জন্যে আরেকটি বালিকা বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেন। পরিকল্পনাকে বাস্তবে পরিণত করার জন্যে তিনি যশোর শহরে ‘পাকিস্তানে ওমেনস সোসাল ওয়েলফেয়ার’ এর কিছু জায়গা বরাদ্ধ করে নিয়ে ১৯৬২ সালে সেবাসংঘ নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ১৯৬৭ সালে সেবাসংঘ নিন্ম মাধ্যমিক বিদ্যালয়টি সেবাসংঘ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উন্নীত হয়। বিদ্যালয়টির প্রথম প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান শেখ গোলাম রহমান।
বেগম আয়েশা সরদারের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়, কিন্তু বিদ্যালয়টি উন্নয়নের ক্ষেত্রে তাঁর সাথে যাঁরা ব্যাপকভাবে সহায়তা করেন, তাঁরা হলেন প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ মোবারক আলী, প্রাক্তন প্রধান শিক্ষয়িত্রী মিসেস মাহামুদা বেগম, বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি শেখ মোখলেছুর রহমান, প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, এছাড়াও স্থানীয় জনসাধারণ ও সরকারের সহযোগিতার কথা আস্বীকার করা যায় না।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা:
শামিউল আমিন (শান্ত)
মোঃ হাসানূজ্জামান বিপুল