
Home যশোর জেলা / Jessore District > মিউনিসিপ্যাল প্রিপারেটরী উচ্চ বিদ্যালয় (১৯৬৯)
এই পৃষ্ঠাটি মোট 99851 বার পড়া হয়েছে
মিউনিসিপ্যাল প্রিপারেটরী উচ্চ বিদ্যালয় (১৯৬৯)
যশোর শহরের পশ্চিম প্রান্তে পার্ক, জলকল পুকুর, স্টেডিয়াম সংলগ্ন এক মনোরম পরিবেশে ১৯৬৯ সালে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজিজুল হক এবং পৌরসভা প্রশাসক এর উদ্যোগে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসাবে বিদ্যালয়টি স্থাপিত হয়। ১৯৭১ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। ৪.৫১ একর জমিতে ১৫ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন, শিশু পার্ক ও খেলার মাঠ নিয়ে বিদ্যালয়টির অবস্থান।
উন্নতমানের শিক্ষা প্রদানের লক্ষ্যে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে তৎকালীন জেলা প্রশাসক ও বর্হি সম্পদ বিভাগের সচিব এনাম আহমদ চৌধুরীর অবদান স্মরণীয়। বিদ্যালয়টিতে নার্সারী হতে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়ে থাকে। বিদ্যালয়টি পৌরসভা কর্তৃক পরিচালিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টির উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিশেষ অবদান রাখেন আলহাজ্জ ডাঃ মোঃ আলতাফ আহমেদ হোসেন, সাবেক পৌরসভা চেয়ারম্যান ও প্রাক্তন সংসদ সদস্য আফসার আহমেদ সিদ্দীকি, সাবেক পৌর চেয়ারম্যন ও বাংলাদেশ সরকারের সাবেক তথ্য মন্ত্রী জনাব তরিকুল ইসলাম, প্রাক্তন পৌরসভা চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের প্রাক্তন শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী জনাব খালেদুর রহমান (টিটো), সাবেক পৌরসভা চেয়ারম্যান মোঃ ইসহক ও বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ। বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আ, খ. ম. গোলাম মোস্তফা, (এম, এ, এম-এড)।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
শমিউল আমিন (শান্ত)
মোঃ হাসানূজ্জামান বিপুল