
Home যশোর জেলা / Jessore District > ইসলামিয়া উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৫০)
এই পৃষ্ঠাটি মোট 99948 বার পড়া হয়েছে
ইসলামিয়া উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৫০)
যশোর শহরের প্রাণ কেন্দ্রে এ বিদ্যালয়ের অবস্থান। ০.৫৫ একর জমির উপর অবস্থিত ১২ কক্ষ বিশিষ্ট পাকা ও আধাপাকা ভবনটির চারদিকে প্রাচীর দিয়ে ঘেরা। যশোর সীমান্ত শহর হওয়াতে ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর যশোর এক সময়ে অবাঙ্গালীদের কেন্দ্র ভূমিতে পরিণত হয়। মূলতঃ তাঁদেরই প্রচেষ্টায় এ বিদ্যালয়টি (শিক্ষার মাধ্যমে উর্দু হিসাবে) প্রতিষ্ঠিত হয়। তাদের মধ্যে বিশেষ ভূমিকায় ছিলেন এ্যাডভোকেট মোঃ আব্দুল কাইয়ুম খাঁন ও ডাঃ মোঃ ইব্রাহিম। ১৯৬৬ সালে বিদ্যালয়টি যশোর শিক্ষাবোর্ড কর্তৃক মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। স্বাধীনতার পর স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের উদ্যোগে বিদ্যালয়ের নাম ঠিক রেখে (বাংলা মাধ্যমের) বালিকা বিদ্যালয়ে রূপান্তরিত করে নতুন ভাবে শুরু করা হয়। বিদ্যালয়টি যশোর শহরের নারী শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে আসছে।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
শামিউল আমিন শান্ত
মোঃ হাসানূজ্জামান বিপুল