
Home যশোর জেলা / Jessore District > বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৭)
এই পৃষ্ঠাটি মোট 99893 বার পড়া হয়েছে
বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৭)
যশোর-মাগুরা সড়কের পূর্ব পার্শ্বে ছায়া সুনিবিড় ও পাখি ডাকা এক মনোরম এক পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। ২.৫৮ একর জমির উপর অবস্থিত বিদ্যালয়টিতে ৪ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন, ৫ কক্ষ বিশিষ্ট সেমি পাকা বিল্ডিং ও বিরাট খেলার মাঠ রয়েছে। ১৯৬৭ সালে যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল আলী বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তিনি একজন পদস্থ সরকারী কর্মকর্তা ও বিদ্যোৎসাহী ব্যক্তি ছিলেন।
গোলপাতার ছাউনীর কাঁচা ঘরে, মাধ্যমিক বিদ্যালয় হিসেবে বিদ্যালয়টির আন্তপ্রকাশ ঘটে। সেদিন বিদ্যালয়টিতে পর্যাপ্ত ছাত্র-ছাত্রী ছিল না এবং অসংখ্য সমস্যায় ছিল জর্জরিত। সমস্যা সংকুল বিদ্যালয়টিকে বর্তমান অবস্থায় উন্নীত করার পেছনে যাঁদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ, তিতীক্ষা এবং অবদান রয়েছে তাঁরা হলেন মরহুম মোঃ আব্দুল জলিল, মরহুম মোঃ ফয়জুর রহমান ও এলাকার বিদ্যোৎসাহী ব্যাক্তবর্গ। বিদ্যালয়টির প্রথম প্রধান শিক্ষক মোঃ জিন্নাত আলী।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
শামিউল আমিন (শান্ত)
মোঃ হাসানূজ্জামান বিপুল