
Home যশোর জেলা / Jessore District > পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৮)
এই পৃষ্ঠাটি মোট 99789 বার পড়া হয়েছে
পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৮)
১৯৫২ সালে পাচঁজন বন্ধু মিলে জনাব মোঃ আব্দুল কাশেম পুলের হাটের-পরিত্যক্ত শ্মশান ভূমি পরিষ্কার করে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব নামে একটি খেলার মাঠ ও ক্লাব তৈরী করেন। ১৯৬৩ সালে খুলনার জনৈক নুরুল হুদা কোং বিভিন্ন ভাবে দলিল সম্পাদন করে ক্লাবের নামে ৯টি মামলা দায়ের করে ক্লাবটি উৎখাতের চেষ্টা করেন। কিন্তু মামলায় ক্লাবেরই জয় হয়। তখন জনাব মোঃ আবুল কাশেম মোড়ল সহ অন্যান্যের সহযোগিতায় ১৯৬৮ খৃষ্টাব্দে এখানে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হয়। তাঁরই বাস্তব প্রতীক এ বিদ্যালয়। ১.৫৭ একর জমির উপর ১২ কক্ষ বিশিষ্ট টিনের ছাউনীর পাকা ঘর ও সামনে খেলার মাঠ নিয়ে বিদ্যালয়টির অবস্থান। বিদ্যালয়টি ১৯৭৩ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুস সামাদ। খেলাধুলায় বিভিন্ন সময়ে জাতীয় পুরষ্কারে ভুষিত হয়েছে বিদ্যালয়টি।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথা
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
শামিউল আমিন শান্ত
মোঃ হাসানূজ্জামান বিপুল