
Home যশোর জেলা / Jessore District > নূতন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৩)
এই পৃষ্ঠাটি মোট 99990 বার পড়া হয়েছে
নূতন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৩)
যশোর শহরের উপকন্ঠে যশোর-ঢাকা মহাসড়ক সংলগ্ন পালবাড়ী মোড় এলাকায় এক প্রাকৃতিক মনোরম পরিবেশে ১৯৬৩ সালে এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের উদ্যোগে নূতন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। এর বহু পূর্বে আনুমানিক ১৯২২ সালের দিকে একটি জুনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। সুদীর্ঘদিন মাদ্রাসাটি চলার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে সেনানিবাস সম্প্রসারণ জনিত কারণে মাদ্রাসাটি বর্তমান খয়েরতলা নামক স্থানে স্থানান্তরিত করা হয়। এই মাদ্রাসাটির ক্ষতিপূরণ স্বরূপ সরকার কর্তৃক ৩০ হাজার টাকা প্রদান করা হয়। প্রদত্ত এই অর্থে নতুন খয়েরতলায় একটি ফোরকানিয়া মাদ্রাসা পুনঃ প্রতিষ্ঠা করা হয়। এই সূত্র ধরেই মাদ্রাসাটি চালু রেখে ১৯৬৩ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে অল্প সংখ্যক ছাত্র-ছাত্রী নিয়ে খয়েরতলা বিদ্যালয়টির সূত্রপাত হয়। বিদ্যালয়টি ১৯৬৩ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে যশোর শিক্ষা বোর্ডের অনুমোদন লাভ করে।
যে সকল বিদ্যানুরাগী ব্যক্তিবর্গের আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় তাঁদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য শরফুদ্দিন আহম্মদ, মুহাম্মদ ইসমাইল চাকলাদার, এ, কে এম আব্দুল মজিদ, মরহুম মোঃ ফজলুর রহমান এবং পরবর্তীতে যাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টিকে আজকের এই পর্যায়ে উন্নয়ন করা সম্ভব হয়, তাঁদের মধ্যে বিশেষ স্বরণীয় মরহুম আহম্মদ আলী সরদার, মরহুম আব্দুর রহমান, ও তৎকালীন প্রথম প্রধান শিক্ষক এস, এ, আজিজুল হক। ২.১৫ একর জমির উপর অবস্থিত এল আকৃতির দ্বিতল ভবনটি ২০ কক্ষ বিশিষ্ট। বিদ্যালয়টি যশোর জেলার একটি গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিহাস
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
শামিউল আমিন (শান্ত)
মোঃ হাসানূ্জ্জামান (বিপুল)