
Home যশোর জেলা / Jessore District > নারিকেল বাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯১৭)
এই পৃষ্ঠাটি মোট 96530 বার পড়া হয়েছে
নারিকেল বাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯১৭)
বিদ্যালয়টি ১৯১৭ সালে এম, ই স্কুল হিসাবে প্রথম আত্নপ্রকাশ করে। তখন কাঁচা দেয়াল টিন- শেড ঘরে বিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য যাদের ঐকান্তিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রম স্মরণীয় তারা হলেন বাবু বৈদ্যনাথ কুন্ডু (নারিকেল বাড়ীয়া), মোঃ ইমান আলী মোল্যা (বয়রা), মুন্সী তানজুয়ার রহমান (হুন্দ্রা) প্রমুখ। পরবর্তীতে প্রতিষ্ঠানটি ১৯৪৭ সালে হাইস্কুলে উন্নীত হয়। ১৯৪৭ সালে ভারত উপ-মহাদেশ বিভক্তির পর বিদ্যালয়টির উন্নতির জন্য বিশেষ অবদান রাখেন, পীর মোঃ আবদুর রহিম (দয়ারামপুর), বাবু নিত্যনন্দ সাহা (নারিকেল বাড়িয়া), বাবু জগদীশ চন্দ্র সাহা (নারিকেল বাড়িয়া), মোঃ আবদুস সামাদ (ক্ষেত্র পালা), মোঃ দলিল উদ্দীন বিশ্বাস (খানপুর) প্রমুখ। বর্তমানে বিদ্যালয়টি ৩.৯০ একর জমির উপর ১১টি কক্ষ বিশিষ্ট এল আকৃতির দ্বিতল ভবন নিয়ে অবস্থিত। উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী প্রতিবছর এই বিদ্যালয় থেকে বিভিন্ন বিভাগে এস, এস, সি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকে।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
আপডেট :
মুকুল তরফদার