
Home যশোর জেলা / Jessore District > রায়পুর দ্বি-মুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৩০)
এই পৃষ্ঠাটি মোট 96458 বার পড়া হয়েছে
রায়পুর দ্বি-মুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৩০)
বাঘারপাড়া উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়নের এক মনোরম পরিবেশে ৯.৩৭ একর জমির উপর ১০ কক্ষ বিশিষ্ট আধাপাকা ভবন ও ২ কক্ষ বিশিষ্ট পাকা ভবন নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। ১৯৩০ সালে প্রাথমিক মক্তব হিসাবে স্থানীয় জমিদারের খাস জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৩৮ সালে মক্তবটি উচ্চ প্রাথমিক (ইউ, পি), ১৯৫৩ সালে জুনিয়র এবং ১৯৬৭ সালে পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। ১৯৪০ সালে স্থানীয় জমিদার বাবু কমল কৃষ্ণ মজুমদার ৮.২৩ একর জমি স্কুলকে দান করেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে যাঁদের অবদান অপরীসিম তাঁরা হলেন, মোঃ আব্দুল মজিদ, মরহুম মোঃ আকবার আলী, মরহুম মোঃ ফয়েজ উদ্দিন বিশ্বাস, মরহুম মোঃ আজিবর দফাদার, স্বর্গীয় বাবু হাজারী লাল প্রামানিক, মরহুম মোঃ ওয়াছেল উদ্দীন প্রামানিক প্রমুখ ব্যক্তিবর্গ। বিদ্যালয়টি অত্র এলাকার গৌরবময় প্রতিষ্ঠান হিসাবে বিশেষ পরিচিত।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
আপডেট :
মুকুল তরফদার