
Home যশোর জেলা / Jessore District > ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় (১৯৩৯)
এই পৃষ্ঠাটি মোট 96443 বার পড়া হয়েছে
ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় (১৯৩৯)
যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম গ্রামে ১৯৩৯ সালে ১.৪৬ একর জমির উপর কাঁচা পোতা টীন শেড ঘরে বিদ্যালয়টি প্রথম এম. ই. স্কুল হিসেবে আত্নপ্রকাশ করে এবং ১৯৫৮ সালে উচ্চ ইংরেজী বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। পরবর্তী পর্যায়ে বিদ্যালয়টি উন্নয়নের জন্য বিশেষ অবদান রাখেন মোঃ রফিউদ্দীন আহম্মেদ, মোঃ আঃ সামাদ সরদার ও ডাঃ জামাল উদ্দিন আহমেদ প্রমুখ। বর্তমানে বিদ্যালয়টি ৪.০৩ একর জমির উপর ১টি পুকুর, ১টি মজা পুকুর, ১টি মসজিদ, ১৪টি পাকা টিন শেড, ৪ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন ও বিশাল খেলার মাঠ নিয়ে অবস্থিত। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কালীপদ সমাদ্দার। প্রাচীন বিদ্যালয় হিসাবে এলাকায় বিদ্যালয়টি বিশেষ কৃতিত্বের দাবীদার।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
আপডেট :
মুকুল তরফদার