
Home যশোর জেলা / Jessore District > বাঘারপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় (১৯৫৮)
এই পৃষ্ঠাটি মোট 96432 বার পড়া হয়েছে
বাঘারপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় (১৯৫৮)
উপজেলা সদরে অবস্থান সত্ত্বেও এখানে ১৯৫৮ সালের পূর্বে কোন উচ্চ ইংরেজী বিদ্যালয় ছিল না। দুই মাইল দূরে ধলাগ্রামে ছিল একটি উচ্চ ইংরেজী বিদ্যালয়। এই সময় একটি ঘটনাকে কেন্দ্র করে বাঘারপাড়া পাইলট বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক বিশ্বাস একটি ছাত্রের অভিভাবক হিসাবে ধলগ্রামে ছাত্রটির বেতন মওকুফের আবেদন করে বিফল মনোরথ হয়ে ফিরে এসে নিজ এলাকায় একটি বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেন। এই ব্যাপারে তাঁকে সার্বিক সাহযোগিতা করেন তৎকালীন পুলিশ অফিসার সুলতান আহম্মদ। উভয়ের প্রচেষ্ঠায় প্রথম পর্যায়ে একটি সাধারণ গৃহে এম. ই স্কুল হিসাবে অল্প সংখ্যক ছাত্র/ছাত্রী নিয়ে বিদ্যালয়টির শ্রেণী কার্যক্রম শুরু হয়। ১৯৬৬ সালে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়ে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে। বিভিন্ন সময়ে বিদ্যালয়টি উন্নয়নের ক্ষেত্রে যাদের অবদান স্মরণীয় তাদের মধ্যে উল্লেখযোগ্য মোঃ হাজী সালামত শেখ, মোঃ আলতাফ হোসেন মিঞা, মোঃ বালায়াত মোল্লা, দবির আহম্মেদ, মোঃ আমির আলী বিশ্বাস ও মোঃ আফসার উদ্দিন বিশ্বাস প্রমুখ ব্যক্তিবর্গ। বর্তমানে বিদ্যালয়টি ৩.৬৭ একর জমির উপর ১৭ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন, একটি টিনের ভবন ও সামনে খেলার মাঠ নিয়ে অবস্থান করছে। বিদ্যালয়টি অত্র এলাকার বিদ্যার্থীদের শিক্ষাদানের একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
আপডেট :
মুকুল তরফদার