
Home যশোর জেলা / Jessore District > জহুরপুর রামগোপাল বহুমুখী বিদ্যা প্রতিষ্টান (১৯৬৪)
এই পৃষ্ঠাটি মোট 96536 বার পড়া হয়েছে
জহুরপুর রামগোপাল বহুমুখী বিদ্যা প্রতিষ্টান (১৯৬৪)
বিদ্যালয়টি খাজুরা কালিগঞ্জ সড়কের অতি নিকটে জহুরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বৃহৎ বটবৃক্ষের কাছে ২.১৬ একর জমির উপর বৃহৎ সেমী পাকা ভবন নিয়ে অবস্থান করছে। ১৯৬৪ সালে বিদ্যালয়টি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ সালে বিদ্যালয়টি যশোর বোর্ড কর্তৃক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃত লাভ করে। বিদ্যালয়টিকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত করার পেছনে স্বর্গীয় সুধীর কুমার সরকার এর অবদান বিশেষ উল্লেখযোগ্য। বিদ্যালয়টি তাঁর অবদান স্বরুপ তাঁর পিতার নামে নামকরণ করা হয় “জহুরপুর রামগোপাল বহুমুখী বিদ্যা প্রতিষ্ঠান”। উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নয়নের ক্ষেত্রে বাবু রামগোপালকে যারা বিশেষভাবে সাহায্য করেন তারা হলেন বাবু অন্নদা প্রসাদ মজুমদার, মরহুম মোঃ আব্দুল সালাম। বাবু নিত্য গোপাল কাপুড়িয়ার অবদানও বিশেষ উল্লেখযোগ্য।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
আপডেট:
মুকুল তরফদার