
Home যশোর জেলা / Jessore District > সম্মিলিত বিদ্যাপীঠ , বাগডাংগা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৭০)
এই পৃষ্ঠাটি মোট 96462 বার পড়া হয়েছে
সম্মিলিত বিদ্যাপীঠ , বাগডাংগা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৭০)
যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বাগডাংগা গ্রামের ভৈরব নদী সংলগ্ন এক প্রাকৃতিক মনোরম পরিবেশে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসাবে একটি কাঁচা গৃহে বিদ্যালয়টির সূচনা হয়। এই এলাকার নিরক্ষর জনগণের মাঝে জ্ঞানের আলো জ্বেলে দেয়ার লক্ষ্যে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন মোঃ আব্দুল হালিম। বিদ্যালয়টি প্রতিষ্ঠা ও উহার উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন তৎকালীন শিক্ষা বিভাগের কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, অধ্যক্ষ শাহাদৎ আলী আনসারী, মোঃ সিদ্দিক হোসেন, মোঃ গোলাম রহমান, মোঃ আবদুল করিম মোল্লা, মোঃ ছবেদ আলী সরদার, মোঃ ফজল মোল্লা, হাজী মোঃ জয়নুল আবেদীন, গাজী মোঃ ওমর আলী, নরেন্দ্রনাথা ঘোষ, যতীনদ্রনাথ ঘোষ, মোঃ ইসমাইল হোসেন মোল্লা প্রমুখ। ১৯৭০ সালে বিদ্যালয়টি যশোর শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে। ১.৭৩ একর জমির উপর দুই কক্ষ বিশিষ্ট একটি পাকা ঘর, ৫ কক্ষ বিশিষ্ট দুইটি পাকা টিন শেড, ২ কক্ষ বিশিষ্ট পাকা একটি টালি শেড নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টি এই এলাকার বিদ্যার্থীদের জ্ঞানদানের একটি অন্যতম বিদ্যাপীঠ।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
আপডেট:
মুকুল তরফদার