
Home যশোর জেলা / Jessore District > মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৯)
এই পৃষ্ঠাটি মোট 96392 বার পড়া হয়েছে
মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৯)
৮ নং বাসুয়াড়ী ইউনিয়নের কেন্দ্রে ভৈরব নদীর তীরে প্রাকৃতিক দৃশ্য সমন্বিত মাঠ প্রান্তে বিদ্যালয়টি অবস্থিত। ১৯৬৮ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা লাভ করলেও বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে ১৯৬৯ সালে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য এলাকাবাসীর অবদান যথেষ্ঠ কিন্তু সাহায্যকারী হিসাবে মরহুম মোঃ ইব্রাহীম মোল্যা ও মোঃ দেলবার মোল্যার নাম উল্লেখযোগ্য। বিদ্যালয়টির মোট জমির পরিমান ১.৭২ একর। বিদ্যালয়ের সম্মুখে বিরাট খেলার মাঠ, ৫ কক্ষ বিশিষ্ট সেমি পাকা এবং ২ কক্ষ বিশিষ্ট পাকা বিজ্ঞান ভবন নিয়ে বিদ্যালয়টি অবস্থান করছে। বর্তমানে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী সংখ্যা সন্তোষজনক।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
আপডেট:
মুকুল তরফদার