
Home যশোর জেলা / Jessore District > চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয় (১৯৭৩)
এই পৃষ্ঠাটি মোট 96433 বার পড়া হয়েছে
চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয় (১৯৭৩)
যশোর জেলা সদর হতে (যশোর-নড়াইল রাস্তার) ১০ মাইলপূর্বে চাড়াভিটা বাজারের পূর্ব পার্শ্বে ২.০৫ একর জমির উপর ১০ কক্ষ বিশিষ্ট পাকা দেয়াল টিনশেড ভবন নিয়ে বিদ্যালয়টি অবস্থান করছে। পল্লীর এ অঞ্চলে শিক্ষার গুরুত্ব অনুধাবন করে ১৯৬৯ সালে গোলপাতার ঘরে নিন্মমাধ্যমিক বিদ্যালয় হিসাবে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৭৩ সালে প্রতিষ্ঠানটি মাধ্যমিক বিদ্যালয় উন্নীত হয় ও যশোর শিক্ষার বোর্ডের অনুমোদন লাভ করে। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পান মোঃ শামসুল আলম। প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী এস.এস.সি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয় এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ করে থাকে।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
আপডেট
মুকুল তরফদার