
Home যশোর জেলা / Jessore District > বাঘারপাড়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৭৫)
এই পৃষ্ঠাটি মোট 96486 বার পড়া হয়েছে
বাঘারপাড়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৭৫)
বাঘারপাড়া উপজেলার প্রাণকেন্দ্র চিত্রা নদীর তীরে মনোরম পরিবেশে মোট জমি ১ একর ৫২ শতক জমির উপর ৬ কক্ষ বিশিষ্ট একটি পাকা ভবন, একটি কাঁচা ভবন, একটি নির্মানাধীন দ্বিতল ভবন নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। নারী শিক্ষা সমস্যার সমাধান কল্পে ১৯৭৫ সালে একটি সাধারণ গৃহে বিদ্যালয়টির আত্নপ্রকাশ ঘটে। বিদ্যালয়টি যে সকল বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায প্রতিষ্ঠিত হয় তাঁরা হলেন মোঃ আঃ মকবুল হোসেন, মোঃ মশিয়ার রহমান, মোঃ হাই, মোঃ বাবর আলী, মোঃ মকবুল হোসেন, মোঃ লতিফ মোল্যা, ইছাহক বিশ্বাস, মোঃ জব্বার মুন্সি, মোঃ আতিয়ার রহমান প্রমুখ ব্যক্তিবর্গ। বিদ্যালয়টি ১৯৭৭ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে ব্যাপকভাবে সহায়তা করেন তৎকালীন যশোর জেলার জেলা প্রশাসক মহিউদ্দীন খান আলমগীর। বিদ্যালয়টি বাঘারপাড়া উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
আপডেট:
মুকুল তরফদার