
Home যশোর জেলা / Jessore District > নারিকেল বাড়ীয়া সেবাসংঘ মাধ্যমিক বালিকা বিদ্যালয়
এই পৃষ্ঠাটি মোট 96521 বার পড়া হয়েছে
নারিকেল বাড়ীয়া সেবাসংঘ মাধ্যমিক বালিকা বিদ্যালয়
নারিকেল বাড়ীয়া গ্রামের মৃত মোঃ আজিজুর রহমান, মৃত নিত্যানন্দ সাহা এবং ভুপতি কুমার সাহা এবং এই গ্রামের কন্যা আয়েশা সরদারের প্রচেষ্টায় বিদ্যালয়টি নারিকেল বাড়ীয়া বাজারের নিকট সর্বপ্রথম একটি কাঁচা ঘরে প্রতিষ্ঠা লাভ করে। প্রথমে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসাবে বিদ্যালয়টি যশোর শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টি অসংখ্য সমস্যার মধ্যেও এলাকাবাসীর সহযোগিতায় তার নিজস্ব অস্তিত্ব টিকিয়ে রেখেছে। বর্তমানে বিদ্যালয়টি ১.৭৫ একর জমির উপর ৭ কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর আছে নিয়ে অবস্থিত।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
আপডেট:
মুকুল তরফদার