
Home যশোর জেলা / Jessore District > পি. বি. মাধ্যমিক বিদ্যালয় (১৯০৩)
এই পৃষ্ঠাটি মোট 96471 বার পড়া হয়েছে
পি. বি. মাধ্যমিক বিদ্যালয় (১৯০৩)
নড়াইলের প্রখ্যাত জমিদার স্বর্গীয় বাবু পুলিন বিহারী রায়ের বার্ষিক ৩০০ (তিনশত) টাকা অনুদানে এবং তাদেরই জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় মধ্য ইংরাজী স্কুল হিসেবে। ১৯০৩ সালে এটা কেলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ীভাবে মঞ্জুরী প্রাপ্ত হয়। ১৯৫২ সালের দিকে বিদ্যালয়ের পৃষ্ঠপোষকগণ ভারতে চলে গেলে কিছু দিন যাবৎ বিদ্যালয়টির অগ্রযাত্রা ব্যহত হয়। যদিও এটা উপজেলার ২য় শিক্ষা প্রতিষ্ঠান। ১০৬০ সালে স্থানীয় সমাজসেবী মোঃ হাসেম আলী সরদার, ডাঃ ইনছান উদ্দীন ও মাস্টার মোঃ আব্দুল গফুরের অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে অনুমোদন লাভ করে এবং ১৯৮২ সালে পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়। বর্তমানে বিদ্যালয়টি ১.৬৯ একর জমির উপর ৪ কক্ষ বিশিষ্ট পাকা ভবন ও ৪ কক্ষ বিশিষ্ট সেমি পাকা ভবন নিয়ে অবস্থিত। বিদ্যালয়টি অত্র এলাকার একটি আদর্শ বিদ্যাপীঠ।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল
আপডেট:
মুকুল তরফদার