
Home যশোর জেলা / Jessore District > রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯১৬)
এই পৃষ্ঠাটি মোট 96475 বার পড়া হয়েছে
রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯১৬)
যশোর জেলাধীন অভয়নগর উপজেলার রাজঘাট একটি সুপ্রাচীন ঐতিহ্যবাহী গ্রাম। ব্রিটিশ শাসিত ভারত বর্ষের জনগণকে ইংরেজী ভাষার মাধ্যমে পাশ্চত্য শিক্ষা প্রবর্তনের লক্ষ্যে উনবিংশ শতাব্দিতে এদেশে বেশ কিছু ইংরেজী স্কুল প্রতিষ্ঠিত হয়। এই স্কুলটির প্রতিষ্ঠাতা রমাপাল বাঘুটিয়া বিভাগদি ভোলানাথ স্কুলে শিক্ষকতা করাকালীন বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে মনোমালিন্য হওয়ায় তিনি তার আত্নীয় স্বজনদের সহায়তায় রাজঘাটে একটি বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নেন। ফলশ্রুতিতে ১৯১৬ সালে যশোর-খুলনা সড়কের উত্তর পার্শ্বে রাজঘাট বাজার সংলগ্ন এলাকায় এম, ই স্কুল হিসেবে বিদ্যালয়টি স্থাপিত হয়। প্রথম অবস্থায় দুই তিনটি কাঁচা ঘরে বিদ্যালয়টির শ্রেণী কার্যক্রম চলতে থাকে। এর কিছুদিন পরে রাজঘাট নিবাসী যোগেন্দ্রনাথ পাল ও সত্যরঞ্জন রাহা মায়ের স্মৃতি রক্ষার্থে দুইটি পাকা বিল্ডিং তৈরি করে বিদ্যালয়টিকে উৎসর্গ করেন। প্রথম পর্যায়ে বিদ্যালয়টি উন্নয়নের জন্যে যারা বিভিন্নভাবে সাহায্য করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন স্বর্গীয় সত্য রঞ্জন রাহা, স্বর্গীয় গোবিন্দ চন্দ্র দাস, দূর্গা চরণ পাল, স্বর্গীয় রামচন্দ্র পাল ও স্বর্গীয় রাখাল দাস সুর সহ আরও অনেকে। বর্তমানে বিদ্যালয়টি ৫ একর জমির উপর ১৪ কক্ষ বিশিষ্ট মনোরম দ্বিতল ভবন নিয়ে অবস্থান করছে।
পরবর্তী পর্যায়ে বিদ্যালয়টি উচ্চ ইংরেজী বিদ্যালয়ে উন্নীত হয়ে কোলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ীভাবে স্বীকৃতী লাভ করে। বিদ্যালয়টি রাজঘাট জাফরপুর দুই গ্রামের লোকের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় বলে বিদ্যালয়টির নামের সাথে রাজঘাট জাফরপুর নাম সংযুক্ত করা হয়। ১৯৪৭ সালে দেশ বিভাগের ফলে এদেশ থেকে প্রতিষ্ঠিত বেশ কিছু হিন্দু সমপ্রদায় পশ্চিমবঙ্গে চলে যাওয়ায় বিদ্যালয়টির জীবনে দুর্দশা নেমে আসে। এই সময় বিদ্যালয়টির ত্রানকর্তা হিসেবে এগিয়ে আসেন স্থানীয় সমাজ সেবক ও বিদ্যানুরাগী মরহুম শেখ মোঃ ছবেদ আলী, তাকে সহযোগিতা করেন ননী গোপাল রাহা। এর পরবর্তী পর্যায়ে যে সকল প্রধান শিক্ষকগণ বিদ্যালয়টির উন্নয়নের জন্যে বিশেষ ভূমিকা রাখেন তাদের মধ্যে উল্লেখযোগ্য, মোঃ আব্দুল মান্নাফ, মোঃ হাবিবুর রহমান, মোঃ আমিনুল ইসলাম, মোঃ মুজিবর রহমান ও মনরঞ্জন বিশ্বাস প্রমুখ। দীর্ঘদিন বিদ্যালয়টির সহ- সভাপতির দায়িত্ব পালন করেন মোঃ রেজাউল করিম। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন স্বর্গীয় রামানাথ পাল (বি, এ)। প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হিসেবে বিদ্যালয়টি এই এলাকায় বিশেষ কৃতিত্বের দাবিদার।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল
আপডেট:
মুকুল তরফদার