
Home যশোর জেলা / Jessore District > মশিয়াহাটি বহুমুখী উচচ বিদ্যালয় (১৯২০)
এই পৃষ্ঠাটি মোট 96451 বার পড়া হয়েছে
মশিয়াহাটি বহুমুখী উচচ বিদ্যালয় (১৯২০)
নমশুদ্র অধ্যুষিত মশিয়াহাটির আকাশ যখন গভীর অন্ধকারে আচ্ছন্ন, কুসংস্কার ও অজ্ঞানতা যখন তাদের নিত্য দিনের সংগী। ঠিক এমন এক মুহুর্তে ১৯২৮ সালে এই এলাকাবাসীদের জ্ঞান দানের লক্ষ্যে কুলটিয়া গ্রামে প্রতিষ্ঠিত হয় কুলটিয়া মধ্য ইংরেজী (এম, ই) বিদ্যালয়টি। বিদ্যালয়টি এক বৎসরকাল পর্যন্ত কুলটিয়া গ্রামে পরিচালিত হবার পর মশিয়াহাটি গ্রামে স্থানান্তরিত করা হয়। এরপর ১৯২০ সাল হতে বিদ্যালয়টি মশিয়াহাটি বিদ্যালয় নামে পরিচিতি লাভ করে। বিদ্যালয়টি প্রথমে একটি গোলপাতার কাঁচা ঘরে তার যাত্রা শুরু করে। ১৯১৮ সালে ৬ ষ্ঠ শ্রেণী এবং ১৯২২ সালে ১০ম শ্রেণী পর্যন্ত খোলা হয় এখানে। বিদ্যালয়টি ১৯২৫ সালে উচ্চ ইংরেজী স্কুল হিসেবে সরকারী অনুমোদন লাভ করে।
মশিহাটি বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সকল মহৎ প্রাণ ব্যক্তিবর্গের দান অপরিসীম, তাদের মধ্যে উল্লেখযোগ্য, শ্রী বাগান চন্দ্র বিশ্বাস, শ্রী মথুরা নাথ মল্লিক, শ্রী শ্রীমন্ত কুমার বিশ্বাস (করনিক), শ্রী শীতলচন্দ্র মন্ডল, শ্রী নটবর হাজরা (শিক্ষক) প্রমুখ। পরবর্তী পর্যায়ে বিদ্যালযটিকে যারা সেবা করেন তাদের মধ্যে অন্যতম শ্রী উপেন্দ্রনাথ মল্লিক (এ্যাডভোকেট), ডাঃ ফনীভূষণ রায়, শ্রী পরিমল কান্তি বিশ্বাস (প্রাক্তন প্রধান শিক্ষক) ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্তমানে বিদ্যালয়টি ৩.০৫ একর জমির উপর ৫ কক্ষ বিশিষ্ট একতল ভবন, ৮ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন, ৩টি ছাত্রাবাস, প্রধান শিক্ষকের বাসগৃহ, খেলার মাঠ, পুকুর ও বাগান নিয়ে বিদ্যালয়টি অবস্থান করছে। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শ্রী রায়চরণ মজুমদার। এই অজ্ঞানান্ধ কারহারী বিদ্যা মন্দিরটিকে নামঃশুদ্রগণ তাদের পবিত্র তীর্থ ক্ষেত্র রূপে শ্রদ্ধা করে।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল
আপডেট:
মুকুল তরফদার