
Home যশোর জেলা / Jessore District > পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয় (১৯২৫)
এই পৃষ্ঠাটি মোট 96426 বার পড়া হয়েছে
পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয় (১৯২৫)
যশোর জেলার অন্তর্গত অভয়নগর উপজেলার পায়রা গ্রামের দক্ষিণে মলয় সমীরণে সঞ্জিবিত ঘন বনানী ঘেরা প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ বিদ্যাপীঠ। ১৯২৫ সালে একটি সাধারণ গৃহে উচ্চ প্রাথমিক বিদ্যালয় হিসাবে বিদ্যালয়টির আত্নপ্রকাশ ঘটে। এই সময় বিদ্যালয়টির প্রতিষ্ঠা ও উহার উন্নয়নের জন্য বিশেষ অবদান রাখেন মোঃ ইয়াছিন আলী তরফদার, মাহমুদ বাছের আলী শেখ, মুহাম্মদ ঝড়ু বিশ্বাস, মুহাম্মদ তোরাব আলী বিশ্বাস, মুহম্মদ মানিক উল্লা তরফদার প্রমুখ ব্যক্তিবর্গ। কিন্তু বিদ্যালয়টি কিছুদিন চলার পর পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হয়। এই সময় বিদ্যালয়টির হাল ধরেন নওয়াপাড়ার প্রখ্যাত পীর কেবলা হযরত মুহম্মদ আলী শাহ। তাঁর প্রচেষ্টায় বিদ্যালয়টি মধ্য ইংরেজী (এম,ই) স্কুলে উন্নীত হয়। এলাকাবাসী তাঁর প্রতি শ্রদ্ধান্বিত হয়ে বিদ্যালয়টির নামকরণ করেন মহম্মদ আলী শাহ এম, ই স্কুল। কিন্তু নাম পরিবর্তনের ক্ষেত্রে সরকারী অনুমোদনের জটিলতা থাকায় এটা পূর্বের নামে পরিচালিত হতে থাকে। পরবর্তী পর্যায়ে বিদ্যালয়টি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয় এবং ১৯৬০ সালে বিদ্যালয়টি যশোর শিক্ষা বোর্ড কর্তৃক মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বর্কতী লাভ করে। বর্তমানে বিদ্যালয়টি ৩.৫ একর জমির উপর ১১ কক্ষ বিশিষ্ট একতলা ভবন, সামনে প্রশস্ত খেলার মাঠ ও আর্কষণীয় সিড়ি বাঁধানো পুকুর নিয়ে অবস্থিত। বিদ্যালয়টি এই এলাকার একটি প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল
আপডেট:
মুকুল তরফদার