
Home যশোর জেলা / Jessore District > নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় (১৯৪৩)
এই পৃষ্ঠাটি মোট 96423 বার পড়া হয়েছে
নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় (১৯৪৩)
ঢাকা-খুলনা মহাসড়কের সন্নিকটে উপজেলার প্রাণ কেন্দ্রে, ভৈরব নদী ও নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের মধ্যবতী বাজার সংলগ্ন এলাকায় এক মনোরম পরিবেশে ৪.৭৯ একর জমির উপর ১৯ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন, ৬ কক্ষ বিশিষ্ট একতলা ছাত্রাবাস ও শহীদ মিনারসহ বৃহৎ খেলার মাঠ নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। ১৯৪৩ সালে মধ্যে ইংরেজী (এম,ই) স্কুল হিসেবে বিদ্যালয়টির শুভ সূচনা হয়। প্রথম পর্যায়ে একটা সাধারণ গৃহে বিদ্যালয়টির শ্রেণী কার্যক্রম চলতে থাকে। ১৯৪৫ সালে বিদ্যালয়টি এইচ,ই (উচ্চ ইংরেজী) স্কুলে উন্নীত হয়।
পল্লীর ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মানষিকতা নিয়ে এই এলাকার পীর কেবলা মরুহুমা খাজা মজিদ শাহ বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দান করেন। তাঁরই প্রচেষ্টায় বিদ্যালয়টির ব্যাপক উন্নতি সাধিত হয়। বিদ্যালয়টির জন্য প্রথম অবস্থায় ২ বিঘা জমি দান করেন মরহুম আফসার আলী আকু্ঞ্জী। বিভিন্ন পর্যায়ে বিদ্যালয়টি গড়ে তোলার পেছনে যাদের অবদানের কথা ভোলার নয়, তাঁরা হলেন, মরহুম মোঃ হাবিবুর সরদার, মরহুম মোঃ হাতেম আলী বিশ্বাস, মোঃ হারেজ উদ্দিন বিশ্বাস, আকাম আলী সরদার, মরহুমা মোঃ এবাদত আলী ফারাজী, উপেন্দ্র নাথ হালদার, মোঃ রেজাউর রহমান, মোঃ আজিজুর রহমান খান, মকবুল আহম্মদ আবদুল মজিদ বিশ্বাস, আলহাজ্জ্ব মোঃ শাহ কামরুজ্জামান, মোঃ মোকছেদ আলী ফারাজী, প্রাক্তন সংসদ সদস্য শাহ হাদীউজ্জামান, মোঃ আমীর হোসেন ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল হক মোল্লা। বিদ্যালয়টিতে যে সকল প্রধান শিক্ষকের অবদান স্মরণীয় তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কিরণ চন্দ্র ঘোষ, সুরেন্দ্র নাথ মুখার্জী, মোঃ আজিজুর রহমান ও মোঃ হেমায়েত হোসেন প্রমুখ। বিদ্যালয়টি নওয়াপাড়া ও শংকরপাশা গ্রামের অধিবাসীদের ব্যাপক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় বলে বিদ্যালয়টির নামকরণ করা হয় “নওয়াপা[ড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়”। বিদ্যালয়টি এই উপজেলার একটি ঐতিহ্যবাহী আদর্শ বিদ্যাপীঠ।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল
আপডেট:
মুকুল তরফদার