
Home যশোর জেলা / Jessore District > সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯৫৬)
এই পৃষ্ঠাটি মোট 96474 বার পড়া হয়েছে
সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯৫৬)
বৃটিশ শাসনামলে হাজী মুহম্মদ মহসিনের ট্রাস্টের অর্থে খুলনা বিভাগীয় কালেকটরের আনুকুল্যে এখানে প্রথমে একটি মধ্য ইংরাজী বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৫৬ সনে বাবু ধীরেন্দ্র নাথ বিশ্বাস এটিকে অন্যান্যের সহযোগিতায় হাই স্কুলে উন্নীত করেন। তিনি ছিলেন হাই স্কুলের প্রথম প্রধান শিক্ষক। যশোরের অবসরপ্রাপ্ত ডি,ই,ও মোঃ শহীদুল্লাহ, পাকিস্তানী মন্ত্রী শরৎচন্দ্র মজুমদার ও মন্ত্রী মোঃ আমজাদ হোসেন এই বিদ্যালয়টিকে সুচারু রূপে উন্নয়নের লক্ষ্যে প্রভূত সহযোগিতা করেছেন। বর্তমানে ১.৮২ একর জমির উপর পাকা ও আধাপাকা কয়েকটি কক্ষ নিয়ে বিদ্যালয়টি অবস্থান করছে। নগর সভ্যতা বর্জিত জনপদে এই ধরণের একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এলাকার সাধারণ জনগণের অবদান অপরিসীম।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল
আপডেট:
মুকুল তরফদার