
Home যশোর জেলা / Jessore District > পোতপাড়া পাইকপাড়া ভুগিলহাট দ্বি-মুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৬০)
এই পৃষ্ঠাটি মোট 96391 বার পড়া হয়েছে
পোতপাড়া পাইকপাড়া ভুগিলহাট দ্বি-মুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৬০)
এই এলাকার যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভাল না থাকায় ১৯৬০ সালে আগে এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেনি। প্রযোজনের তাগিদে পোতপাড়া, ভুগিলহাট ও পাইকপাড়া গ্রামের জনগনের স্বক্রিয় সহযোগিতায় আলহাজ্ব মোঃ আবদুর রাজ্জাক এর নেতৃত্বে বিদ্যালয়টি ১/১/১৯৬০ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রাথমিক অবস্থায় ক্লাস হতো গোলপাতার ঘরে এমনকি গাছতলাও। পোতপাড়া, পাইকপাড়া ও ভুগিলহাট গ্রামের জনগণের প্রচেষ্টায় বিদ্যালয়টি স্থাপিত হয় বিধায় তিন গ্রামের নামের সমন্বয়ে বিদ্যালয়টির নামকরণ করা হয়। ১৯৬০ সালে বিদ্যালয়টি নিন্ম মাধ্যমিক হিসেবে স্থাপিত হয়। ১৯৬৭ সালে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠা লগ্নে যাদের সাহায্যে উল্লেখযোগ্য, তারা হলেন, মোঃ আব্দুল ওহাব মোল্যা, (বি,এ,বি-এড) মোঃ নজরুল ইসলাম মোল্যা, ( বি,এ) ও মুন্সী মোঃ ইসমাইল হোসেন প্রমুখ। বর্তমানে ১.৭৪ একর জমির উপর ছয় কক্ষ বিশিষ্ট একতলা দুইটি ভবন নিয়ে বিদ্যালয়টি অবস্থান করছে।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল
আপডেট:
মুকুল তরফদার