
Home যশোর জেলা / Jessore District > নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয় (১৯৬২)
এই পৃষ্ঠাটি মোট 96430 বার পড়া হয়েছে
নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয় (১৯৬২)
এই এলাকায় নারী শিক্ষার সতন্ত্র কোন প্রতিষ্ঠান না থাকায় এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তি মোঃ নওশের আলী মোল্যা, মরহুম হাবিবুর রহমান সরদার ও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি বর্গের প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৬২ সালে বিদ্যালয়টি নওয়াপাড়া শংকরপাশা বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন জমিতে কাঁচা ঘরে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এর কার্যক্রম শুরু হয়। ১৮/৯/৬৯ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে। বিদ্যলয়টি স্থানান্তর ও উন্নয়নের জন্য মরহুম এয়াছিন সরদার, মরহুম হাতেম আলী ও মরহুম ওহাব মোল্যার বিশেষ অবদান রয়েছে। মোট ২ একর ৪২ শতক জমির উপর ১৫ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন ও ১টি টিন সেড পাকা দেওয়ালের ঘর নিয়ে বিদ্যালয়টি অবস্থান করছে। বিদ্যালয়টি এই উপজেলার নারী শিক্ষার একটি আদর্শ বিদ্যাপীঠ।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল
আপডেট:
মুকুল তরফদার