
Home যশোর জেলা / Jessore District > রাজঘাট জাফরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় (১৯৬৩)
এই পৃষ্ঠাটি মোট 96429 বার পড়া হয়েছে
রাজঘাট জাফরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় (১৯৬৩)
যশোর খুলনা সড়কের পার্শ্বে জনাকীর্ণ শিল্প এলাকা রাজঘাটে ইতিপুর্বে কোন নারী শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় ১৯৬৩ সালে মরহুম শেখ মোঃ ছাবেদ আলী এলাকার নারী শিক্ষার উন্নয়ন সংক্রান্ত এক অধিবেশন আহবান করেন। সেই অধিবেশনে রাজঘাটে একটি বালিকা বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারই ফলে ১৯৬৪ সালে নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসেবে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। প্রথম পর্যায়ে অল্প সংখ্যক ছাত্রী নিয়ে রাজঘাট জাফরপুর বালক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে বিদ্যালয়টির শ্রেণী কার্যক্রম শুরু হয়। পরবর্তী পর্যায়ে জাফরপুর বালক বিদ্যালয়ের সকল সম্পত্তি বালিকা বিদ্যালয়ের নামে দানপত্র করে দিয়ে বালক বিদ্যালয়টি অন্যত্র স্থানান্তরিত হয়। বর্তমানে বালিকা বিদ্যালয়টি ঐ স্থানেই তার নিজস্ব ভবন হিসেবে কার্য ক্রম চালিয়ে যাচ্ছে। বিদ্যালয়টি ১৯৭৫ সালে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক মাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। ৫৫ শতক জমির উপর দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ভবন ও দুই কক্ষ বিশিষ্ট পাকা একতলা ভবন নিয়ে বিদ্যালয়টির অবস্থান। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কাজী মোঃ আব্দুর রাজ্জাক (বি, এ)। বিদ্যালয়টির প্রতিষ্ঠা এবং উহার উন্নয়নের ক্ষেত্রে এলাকাবাসীদের অবদান অবিস্মরণীয়।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল
আপডেট:
মুকুল তরফদার