
Home যশোর জেলা / Jessore District > মহাকাল পাইলট উচ্চ বিদ্যালয় (১৯৬৪)
এই পৃষ্ঠাটি মোট 96462 বার পড়া হয়েছে
মহাকাল পাইলট উচ্চ বিদ্যালয় (১৯৬৪)
চেংগুটিয়া বাজারের সন্নিকটে যশোর খুলনা মহাসড়ক ও চেংগুটিয়া রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী, মহাকাল মৌজায় এক মনোরম প্রাকৃতিক পরিবেশে ২.৩৮ একর জমির উপর ৫ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন, ৮ কক্ষ বিশিষ্ট একতলা ভবন ও সামনে খেলার মাঠ নিয়ে বিদ্যালয়টির অবস্থান। ১৯৬৪ সালে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসাবে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রথমে টিন সেডের সেমি পাকা বিল্ডিং এ বিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়। ১৯৬৭ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষা বোর্ডের অনুমোদন লাভ করে।
বিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন সময়ে যাদের ত্যাগ, তিতিক্ষায় মহীয়ান তাঁরা হলেন ডাঃ মোঃ ঈমান আলী মোল্যা, আলহাজ্ব মরহুম মোঃ রজব আলী গাজী, মোঃ খোদা বক্স গাজী, মোঃ আব্দুল খালেক সরদার, মোঃ আমীর আলী গাজী, বাবু নিমাই চাঁদ ব্যানাজী, মোঃ মকবুল হোসেন মোল্যা ও মরহুম মোঃ আক্কেল আলী গাজী। বিদ্যালয়টি অসংখ্য কৃতি ছাত্র ছাত্রীর জনক।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল
আপডেট:
মুকুল তরফদার