
Home যশোর জেলা / Jessore District > মাগুরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৭০)
এই পৃষ্ঠাটি মোট 96614 বার পড়া হয়েছে
মাগুরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৭০)
এ অঞ্চলে ১০/১২ টি গ্রামের ছেলে-মেয়েদের মাধ্যমিক পর্যায়ে পড়াশুনার তেমন কোন ব্যবস্থা না থাকায় মাগুরা গ্রামের সমাজ সেবক তৎকালীন ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ জামির আলী মোল্যা, মোঃ মনিরুদ্দীন বিশ্বাস, সুরেন্দ্রনাথ বিশ্বাস, মোঃ মান্দার বিশ্বাস এর সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয়ভাবে মাধ্যমিক শিক্ষা বিস্তারের জন্য ৭/৮ গ্রামের লোকজন ডেকে আলোচনা করা হয়। সর্ব সম্মতি ক্রমে প্রথম পর্যায়ে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সবার আবেদন ক্রমে স্বর্গীয় ইন্দু ভূষণ বিশ্বাসের একমাত্র কন্যা শান্তিলতা ঘোষ বিদ্যালয় ও খেলার মাঠের জন্য ৩ বিঘা জমি দান করেন। পরবর্তীকালে তার অধিকাংশ সম্পত্তি যার পরিমাণ প্রায় ১৬ বিঘা বিদ্যালয়ে দান করেন। এরপর এলাকাবাসীর চাঁদায় গৃহ নির্মিত হয়। বর্তমানে বিদ্যালয়টির মোট জমির পরিমাণ ৪.৯৫ একর। পাকা দেওয়ালের টিন ও টালীর ছাউনী বিশিষ্ট মোট কক্ষ সংখ্যা ৭টি। ১৯৭০ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদন লাভ করে। বিদ্যলয়টির অনুমোদনের জন্য সম্মিলনী ইনস্টিটিটিউশন সিনিয়র শিক্ষক বাবু তারাপদ দাস ও তৎকালীন এম. এন. এ. মরহুম সরদার আহম্মদ আলীর আর্থিক দানও যথেষ্ঠ ছিল। ঐ সময় এই অঞ্চলে কোন বিজ্ঞান পড়ানো শিক্ষক না পাওয়ায় যশোর সম্মিলনী ইনষ্টিটিটিউশনের প্রাক্তন ছাত্র মরহুম মোঃ আব্দুল কুদ্দুসকে বিজ্ঞান শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়। তিনি প্রায়ই সাইকেল ১২ মাইল যাতায়াত করে শ্রেণী কার্যক্রমে অংশ নিতেন। উল্লেখিত ব্যক্তিগণসহ প্রধান শিক্ষক বাবু ভোলনাথ মোস্তাফী ও অন্যান্য শিক্ষকের আন্তরিক ও শারীরিক প্রচেষ্টায় বিদ্যালয়টি গড়ে তোলার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছে।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল
আপডেট:
মুকুল তরফদার