
Home যশোর জেলা / Jessore District > ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় (১৯৮১)
এই পৃষ্ঠাটি মোট 96431 বার পড়া হয়েছে
ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় (১৯৮১)
অভয়নগর উপজেলার একটি বর্ধিষ্ণু গ্রাম ধোপাদী। এই এলাকায় মাধ্যমিক শিক্ষার কোন সুব্যবস্থা না থাকায় এলাকার বিদ্যানুরাগী ব্যক্তিবর্গ এ সমস্যার সমাধানের জন্য বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রথম পর্যায়ে অল্প সংখ্যক ছাত্র/ছাত্রী নিয়ে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এর পাঠদান কার্যক্রম শুরু হয়। ১৯৮১ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদন লাভ করে। বিদ্যালয়টির প্রতিষ্ঠা ও উন্নয়নের ক্ষেত্রে যে সকল বিদ্যানুরাগী ব্যক্তিবর্গের অবদান উল্লেখযোগ্য তাদের মধ্যে অন্যতম মরহুম মোঃ কবীর উদ্দীন মোড়ল ও মরহুম মোঃ আকাম আলী সরদার। বর্তমানে বিদ্যালয়টি ৮.৮৭ একর জমির উপর ৭ কক্ষ বিশিষ্ট দুইটি সেমি পাকা ভবন ও দুই কক্ষ বিশিষ্ট আর একটি ভবন নিয়ে অবস্থান করছে। বিদ্যালয়টির একটি মনোরম দীঘি আছে। বিদ্যালয়টি এই এলাকার একটি গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল
আপডেট:
মুকুল তরফদার