
Home যশোর জেলা / Jessore District > অভয়নগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৭)
এই পৃষ্ঠাটি মোট 96448 বার পড়া হয়েছে
অভয়নগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৭)
১৯৬৭ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়। প্রথম অবস্থায় ক্লাশ শুরু হয় স্থানীয় সরকারী অভয়নগর প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৬৯ সালে বিদ্যালয়টি অভয়নগর গ্রামের মধ্যবর্তী শীতলতলা নামক স্থানে স্থানান্তরিত হয়। এই সময় বিদ্যালয়টিতে বালক ও বালিকাদের একত্রে শিক্ষার ব্যবস্থা করা হয়। পরবর্তীতে ১৯৭২ সালে স্থানীয় ডাঃ রামপদ দে, হরিপদ দে, প্রফুল্ল কুরার দত্ত, অসীম কুমার দত্ত ও অর্পণা রানী দে প্রমুখ ব্যক্তিগণ বিদ্যালয়ের বর্তমান স্থানের জমি দান করেন। এলাকার জনগনের সাহায্যে বিদ্যালয়টি পুনরায় বর্তমান জায়গায় স্থানান্তরিত হয়। ১৯০৫ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে। বর্তমানে বিদ্যালয়টি ১ একর ৯১ শতক জমির উপর ৫ কক্ষ বিশিষ্ট একতলা পাকা ভবন, ৪ কক্ষ বিশিষ্ট পাকা দেওয়াল ও টিনের ছাউনীর গৃহ নিয়ে অবস্থান করছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে অঞ্চলবাসীর কম বেশী অবদান রয়েছে। তবে বাবু অসীম কুমার দত্ত, শেখ নওশের আলী ও প্রফুল্ল কুমার দত্তের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল
আপডেট:
মুকুল তরফদার