
Home যশোর জেলা / Jessore District > ডি. আই. এন. জি. এস. উন্নয়ন উচ্চ বিদ্যালয়, নাউলী (১৯৭৪)
এই পৃষ্ঠাটি মোট 96441 বার পড়া হয়েছে
ডি. আই. এন. জি. এস. উন্নয়ন উচ্চ বিদ্যালয়, নাউলী (১৯৭৪)
ভৈরব নদীর তীরে অবস্থিত নাউলী গ্রামের এই বিদ্যালয়টি ৩ একর জমির উপর কয়েক কক্ষ বিশিষ্ট দুটি পাকা ভবন, নিজস্ব খেলার মাঠ ও পুকুর সমৃদ্ধ নয়জন অলি আল্লাহর বিচরণ ক্ষেত্র। ধূল গ্রাম, ইছামতী, নাউলী, গোপীনাথপুর, সিদ্ধিপাশা এই পাঁচ গ্রামের জনসাধারণের সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৪ সালে বিদ্যালয়টি যশোর শিক্ষা বোর্ড কর্তৃক মাধ্যমিক বিদ্যালয় হিসাবে অনুমোদন লাভ করে। এলাকার জনগণের সাহায্য, সহযোগিতা ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম বিদ্যালয়টির উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছে। লেখাপড়ার সাথে সাথে খেলাধুলার ব্যাপারেও বিদ্যালয়টির যথেষ্ঠ সুনাম রয়েছে।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল
আপডেট:
মুকুল তরফদার