
Home যশোর জেলা / Jessore District > ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাইস্কুল (১৯২৭)
এই পৃষ্ঠাটি মোট 99821 বার পড়া হয়েছে
ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাইস্কুল (১৯২৭)
যশোর বেনাপোল সড়কের পার্শ্বে মুক্ত আলো-বাতাসের মাঝে ঝিকরগাছা উপজেলার প্রাণকেন্দ্রে এক মনোরম পরিবেশে ৪.৩৯ একর জমির উপর বিজ্ঞানাগারসহ বার কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান।
অর্ধ শতাব্দী উর্ধকাল পূর্বে গোটা যশোর জেলার ধর্ম শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে যখন অশ্লীল ইউরোপীয় অপ-সংস্কৃতির প্রবল ঝড় প্রবাহিত, ঠিক তেমনি এক ক্লান্তি লগ্নে বিশেষ করে এতদ্বঞ্চলের দিশেহারা মুসলিম সমাজকে সঠিক পথের সন্ধান দিবার মানসে কামেল ব্যক্তিত্ব মরহুম হাজী বদরুদ্দীন আহম্মেদ ১৯২৭ সালে জুনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ১৯৩৬ সালে ইহা হাই মাদ্রাসা এবং পরবর্তী ১৯৬১ সালে বদরুদ্দীন মুসলিম হাই স্কুল সংক্ষেপে বি, এম হাই স্কুলে রূপান্তরিত হয়। বিদ্যালয়টি, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী বদরুদ্দীনের নামে নামকরণ করা হয়। প্রথম পর্যায়ে মাদ্রাসাটি প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন মরহুম মোঃ রওশন আলী ও মরুহুম মোঃ ওয়াফেল উদ্দীন বিশ্বাস। পরবর্তী পর্যায়ে মাদ্রাসাটির উন্নয়নের এবং হাই স্কুলে রূপায়িত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান ছিল মরহুম মোঃ আজিজুর রহমান, মুহম্মদ সুলাইমান বিশ্বাস, মুহম্মদ আলী হোসেন, মোঃ আঃ ছামাদ বিশ্বাস, আলহাজ্জ মুহাম্মদ আফসার উদ্দীন বিশ্বাস, আঃ সামাদ বিশ্বাস প্রমুখ ব্যক্তিবর্গ। প্রাচীন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানটি আজও তার গৌরবময় ঐতিহ্যকে সমুন্নত রেখেছে।
তথ্য সূত্র :
শিক্ষা লয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত