
Home যশোর জেলা / Jessore District > ঝিকরগাছা এম, এল (পাইলট) হাই স্কুল (১৮৮৮)
এই পৃষ্ঠাটি মোট 99734 বার পড়া হয়েছে
ঝিকরগাছা এম, এল (পাইলট) হাই স্কুল (১৮৮৮)
মধু কবির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ বিধৌত পুন্যভূমি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার প্রাণ কেন্দ্রে এক ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে উনবিংশ শতাব্দীর শেষলগ্নে ১৮৮৮ সালে স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তিগণের সম্মিলিত প্রচেষ্টায় স্থাপিত হয় মধ্য ইংরেজি (এম, ই) স্কুলটি। হাঁটি হাঁটি পা পা করে ১৯৩৬ সালে উচ্চ ইংরেজি (এইচ, ই) স্কুলে উন্নীত হয়ে ১৯৩৯ সালে সরকারী অনুমোদন লাভ করে। ১৯৬২ সালে বহুমুখী এবং ১৯৭৬ সালে পাইলট স্কীমের অন্তর্ভূক্ত হয়।
কপোতাক্ষ নদের তীরে এক অতি সাধারণ গৃহে স্কুলের প্রথম কার্যক্রম শুরু হয়। তারপর ঝিকরগাছা বাজারের উপকন্ঠে একটা সেমিপাকা গৃহে স্থানান্তরিত হয়। পরবর্তীতে স্কুলের ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দিগন্ত বিস্তৃত সবুজ মাঠের উপান্তে এক মনোরম পরিবেশে স্কুলের নিজেস্ব জায়গায় (বর্তমান স্থানে) পুনঃ স্থানান্তরিত হয়। ৬.১৯ একর জমির উপর ২৩ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন ও সম্মুখে খেলার মাঠ নিয়ে অবস্থিত এ ঐতিহ্যবাহী বিদ্যালয়টি। এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বাবু বিজয় চন্দ্র মজুমদার। শতাব্দী প্রাচীন এ বিদ্যা নিকেতনটি এতদঞ্চলের একমাত্র আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সর্বজন স্বীকৃত।
তথ্য সূত্র :
শিক্ষা লয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত