
Home যশোর জেলা / Jessore District > ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৫৩)
এই পৃষ্ঠাটি মোট 99820 বার পড়া হয়েছে
ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৫৩)
নারী শিক্ষার একক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা উপলব্দি করেই প্রখ্যাত সমাজ সোবক মোঃ আব্দুস সামাদ ১৯৫৩ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। (এর পূর্বে ১৯৩৬ সালের দিকে এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল বলে জানা যায় কিন্তু প্রতিষ্ঠানটির সঠিক কোন ইতিহাস পাওয়া যায় না)। তাঁকে সার্বিকভাবে সহযোগিতা ও সাহায্য করেন এতদাঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। তাদের মধ্যে উল্লেখযোগ্য মরহুম আব্দুল আজিজ, মরহুম এস, এম মোসলেম, মরহুম সাদেক আলী বিশ্বাস, মোঃ আতিয়ার রহমান, মোঃ আব্দুস সাত্তার, আলহাজ্জ ডাঃ মোঃ ইসহাক, ভীম দেব সেন, মনিন্দ্রনাথ নন্দি প্রভৃতি ব্যক্তিবর্গ। ১৯৫৩ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে সরকারী আনুমোদন লাভ করে। ১৯৭৭ সাল পর্যন্ত বিদ্যালয়টি সম্পূর্ণ অবৈতনিক ছিল। ১৯৭৮ সালে যশোরের তৎকালীন জেলা প্রশাসক মহিউদ্দিন খান আলমগীরের পরামর্শে বিদ্যালয়ে ছাত্রী বেতন চালূ করা হয়। বিদ্যালয়টি এই এলাকার একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল