
Home যশোর জেলা / Jessore District > সেন্ট লুইস উচ্চ বিদ্যালয় (১৮৬০)
এই পৃষ্ঠাটি মোট 99832 বার পড়া হয়েছে
সেন্ট লুইস উচ্চ বিদ্যালয় (১৮৬০)
ইটালীর মিলান নগরীর অধিবাসী ফাদার আন্তনিও মারিয়াতি ১৮৫৬ সালে খৃষ্ট ধর্ম প্রচারে এদেশে আসেন। ১৮৬০ সালে তিনি শিমুলিয়া গ্রামে একটি কাঁচা ঘরে সম্পূর্ণ একক প্রচেষ্টায় ২ জন ছাত্র নিয়ে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। ১৯১৬ সালের দিকে এই স্কুলটি প্রাথমিক পর্যায়ে উন্নীত হয় এবং ছাত্র/ ছাত্রী সংখ্যা দাঁড়ায় ১৩৫। সেন্ট লুইসের আদর্শ'র প্রতি আকৃষ্ট হয়ে তিনি এই সাধুর নামেই স্কুলটির নামকরণ করেন। স্কুলটির প্রাথমিক পর্যায়ে তাকে সাহায্য করেন ফাদার নাভা, ফাদার রীগামন্তী প্রমুখ। ১৯৭০ সালে জুনিয়র এবং ১৯৭৫ সালে এই স্কুলটি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। বর্তমানে প্রায় সমস্ত ধর্মের ছাত্র/ছাত্রী নিভৃত এই পল্লী স্কুলে অধ্যায়নরত। ২.১৭ একর জমির উপর ১০ কক্ষ বিশিষ্ট পাকা ঘর নিয়ে বিদ্যালয়টি অবস্থিত।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল