
Home যশোর জেলা / Jessore District > সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় (১৯৮৬)
এই পৃষ্ঠাটি মোট 99756 বার পড়া হয়েছে
সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় (১৯৮৬)
ঝিকরগাছা সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামের ঘন সবুজ ছায়া সুনিবিড় মনোরম প্রাকৃতিক পরিবেশে ১.৩৭ একর জমির উপর দ্বিতল ভবনে ৯টি কক্ষ ও বৃহৎ ছাত্রী মিলনায়তন নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। উন্নত মানের নারী শিক্ষা প্রসার কল্পে ১৯৮৬ সালে এলাকার বিদ্যোৎসাহী ব্যাক্তিবর্গের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষিকা রোকেয়া খাতুন বি, এ, বি-এড।
প্রথম পর্যায়ে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এর আত্নপ্রকাশ ঘটে এবং ৩১/৫/৮৮ সালে বিদ্যালয়টি নিম্ন মাধ্যামিক বিদ্যালয় হিসেবে সরকারী অনুমোদন লাভ করে। ২২/০৭/৮৯ ইং তারিখে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে।
বিদ্যালয়টির প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সকল বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের অবদান অনস্বীকার্য তাদের মাধ্যে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান রশিদুর রহমান রশিদ, আমজেদ হোসেন কলিম (ইউ, পি, চেয়ারম্যান), শেখ মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুর রহামান, দানবীর আলহাজ্জ গোলাম মোস্তফা, ডাঃ চৌধুরী হাবিবুর রহমান, মোঃ জালাল উদ্দিন, মোঃ বজলুর রহমান, বাবু সন্তোষ কুমার সরকার, ইমামুল হক, শহীদ মশিয়ুর রহমান মহাবিদ্যালয়ের অধ্যাপক শাহজাহান আলী, অধ্যাপক ইলিয়াস আলী বেগ, অধ্যাপক কাজী মাহমুদুল হাসান ও শরীরচর্চা শিক্ষক আজিজুল হক।
বিদ্যালয়টির অনুমোদন ও উন্নয়ণ কর্মকান্ডে ব্যাপক সহায়তা করেন মোস্তফা ফারুক মোহাম্মদ (সাবেক সচিব ও রাষ্ট্রদূত), মোস্তফা আনোয়ার মোহাম্মদ (উপ-সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়), প্রফেসর গাজী আবদুস সালাম (সাবেক চেয়ারম্যান, যশোর শিক্ষাবোর্ড) ও জেলা শিক্ষা অফিসার বেগম রওণকা নূর। বিদ্যালয়টি এই এলাকার নারী শিক্ষার্থীনীদের শিক্ষা লাভের একটি উন্নত শিক্ষা নিকেতন।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত