
Home যশোর জেলা / Jessore District > রঘুনাথ নগর মাধ্যমিক বিদ্যালয় (১৯২২)
এই পৃষ্ঠাটি মোট 99866 বার পড়া হয়েছে
রঘুনাথ নগর মাধ্যমিক বিদ্যালয় (১৯২২)
কপোতাক্ষ নদের তীরের খোলা মাঠ মরহুম পয়মাল শাহের খুব পছন্দ ছিল। এখানে তিনি একটা মাদ্রাসা স্থাপনের ই্চছা প্রকাশ করলে, তার সহায়তায় সর্বপ্রথম এগিয়ে আসেন রঘুনাথনগর গ্রামের মোঃ ফেরাজতুল্য মোড়ল। তিনি প্রায় ৫ বিঘা জমি মাদ্রাসার নামে দান করেন। স্থানীয় জনগণের সহযোগিতায় ১৯২২ সালে তিনি জুনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৬২ সালে মাদ্রাসাটি জুনিয়র হাইস্কুলে রূপান্তরিত হয়। তদানীন্তন পূর্ব পাকিস্তান সরকার মাদ্রাসা অপেক্ষা হাই স্কুলের গুরুত্ব বেশী দেওয়া এলাকাবাসীর সর্ব সম্মতিক্রমে এই রূপান্তর ঘটে। ১৯৬৫ সালে স্কুলটি পূর্ণ হাই স্কুল রূপে স্বীকৃতি পায়। মরহুম পয়মাল শাহের নির্মিত ভবনটির ধ্বংসাবশেষ, তাঁর স্মৃতির চিহ্ন হিসাবে আজও বিদ্যমান। বিদ্যালয়টি বর্তমানে ৫ বিঘা জমির উপর ৪ কক্ষ বিশিষ্ট একটা সেমি পাকা ভবন ও ফ্যাসিলিটিজ বিভাগ কর্তৃক তৈরী ১ কক্ষ বিশিষ্ট বিজ্ঞান ভবন নিয়ে বিদ্যালয় অবস্থিত।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল