
Home যশোর জেলা / Jessore District > গঙ্গানন্দপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় (বৃটিশ আমল)
এই পৃষ্ঠাটি মোট 99809 বার পড়া হয়েছে
গঙ্গানন্দপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় (বৃটিশ আমল)
ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের প্রাণ কেন্দ্রে কপোতাক্ষ নদের পশ্চিম তীরে ভারত বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী যশোর কাশীপুর সড়কের পার্শ্বে এক প্রাকৃতিক মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। ৪.৩৬ একর জমির উপর ৮ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন, ৬ কক্ষ বিশিষ্ট একতলা ভবন ও ৪ কক্ষ বিশিষ্ট সেমিপাকা মিলনায়তন নিয়ে বিদ্যালয়টি দাঁড়িয়ে আছে। আজকের গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের আদি নাম “গঙ্গানন্দপুর মধ্য ইংরেজী স্কুল” পরবর্তীতে ১৯৪৬ সালে বিদ্যালয়টি উচ্চ ইংরেজী (এইচ, ই) স্কুলে উন্নীত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠা ও উহার উন্নয়নের ক্ষেত্রে বাবু মহিতোষ রায় চৌধুরীর নাম বিশেষ স্বরণীয়। তাঁকে বিশেষভাবে সাহায্য করেন তৎকালীন প্রথম প্রধান শিক্ষক বাবু রবীন্দ্রনাথ দত্ত ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিদ্যালয়টি প্রথমবারের মত ১৯৪৭ সালে সরকারের নিকট থেকে আর্থিক সাহায্য লাভ করে। ১৯৪৬ সালে যশোর জেলার তৎকালীন জেলা ম্যাজিষ্ট্রেট আই, এ, আলী বিদ্যালয়টি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আসেন এবং বিদ্যালয়টি উন্নয়নের জন্য সাহায্যের প্রতিশ্রুতি দান করেন। ১৯৪৭ সালে তৎকালীন প্রেসিডেন্সি বিভাগের বিভাগীয় স্কুল ইনসপেক্টর মিঃ এস, কে ঘোষ (এম, এ) বিদ্যালয়টি পরিদর্শন করে এর ভূয়সী প্রসংশা করেন। সূচনাকালে থেকেই বিদ্যালয়টি এই এলাকার শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এক গৌরবময় ভূমিকা রেখে চলেছে।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল