
Home যশোর জেলা / Jessore District > বাকড়া জে, কে মাধ্যমিক বিদ্যালয় (১৯৪৩)
এই পৃষ্ঠাটি মোট 99819 বার পড়া হয়েছে
বাকড়া জে, কে মাধ্যমিক বিদ্যালয় (১৯৪৩)
যশোর জেলার ঝিকরগাছা উপজেলার দক্ষিণ প্রান্তে কপোতাক্ষ নদীর তীরে এক মনোরম পরিবেশে বাকঁড়া বাজারের নিকটবর্তী এলাকায় বিদ্যালয়টি অবস্থিত। ২.৬০ একর জমির উপর ৭ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন, ৪ কক্ষ বিশিষ্ট টিন সেড, ৪ কক্ষ বিশিষ্ট একতলা ভবন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৪ কক্ষ বিশিষ্ট বাসগৃহ নিয়ে বিদ্যালয়টি দাঁড়িয়ে আছে। ১৯৪৩ সালে মধ্য ইংরেজি (এম, ই) স্কুল হিসেবে বিদ্যালয়টির পত্তন হয় মোঃ জোনাব আলী খানের নিজস্ব বাস হয়। এই সময় বিদ্যালয়টি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় উন্নীত হয়। বিদ্যালয়টির উন্নয়নের জন্যে ব্যাপক অবদান রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ তবিবর রহমান। পরবর্তী পর্যায়ে ঝিকরগাছার বিশিষ্ট সমাজসেবী ডাঃ মোঃ গোলাম সরওয়ার বিদ্যালয়টিকে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নয়নের জন্য বিশেষ অবদান রাখেন। তার উদ্যোগে ও এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি ১৯৬৫ সালে পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালযে উন্নীত হয়। সুদীর্ঘ ৪৭ বছরের গৌরবময় ঐতিহ্যবাহী বিদ্যালয়টি অসংখ্য কৃতী ছাত্র-ছাত্রীর জনক হিসেবে ঝিকরগাছা উপজেলায় বিশেষ পরিচিত।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল