
Home যশোর জেলা / Jessore District > কায়েমকোলা দ্বি-মুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৫)
এই পৃষ্ঠাটি মোট 99840 বার পড়া হয়েছে
কায়েমকোলা দ্বি-মুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৫)
বিদ্যালয়টি যশোর থেকে কাশিপুর জেলা বোর্ডের রাস্তার উত্তর পাশে কায়েম কোলা বাজার সংলগ্ন ২ নং মাগুরা ইউনিয়নের একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মরহুম আইয়ুরুল হক গোলদার। প্রাথমিক অবস্থায় ১৯৬৫ সালে কাঁচা ঘরে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এর যাত্রা শুরু হয়। ১৯৬৮ সালে প্রতিষ্ঠানটি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। বিদ্যালয়টি বর্তমানে ১.৫০ একর জমির উপর ৭ কক্ষ বিশিষ্ট একতলা পাকা ভবন ও স্কুল ভবনের সামনে বিরাট খেলার মাঠ নিয়ে অবস্থান করছে। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন শ্রীযুক্ত বাবু নন্দ দুলাল কুন্ডু। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পেছনে যাদের অপরিসীম অবদান রয়েছে তাঁদের মধ্যে মরহুম মোঃ এমান আলী বিশ্বাস, মরহুম মোঃ শামছুর রহমান, মরহুম মোঃ রওনক আলী, মোঃ মোজাহার বিশ্বাস, মোঃ মাহবুব বিশ্বাস, মোঃ শহিদুজ্জামানের নাম উল্লেখযোগ্য।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল