
Home যশোর জেলা / Jessore District > হরিদ্রাপোতা আঃ গফুর আদর্শ দ্বি-মুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৭০)
এই পৃষ্ঠাটি মোট 99843 বার পড়া হয়েছে
হরিদ্রাপোতা আঃ গফুর আদর্শ দ্বি-মুখী মাধ্যমিক বিদ্যালয় (১৯৭০)
যশোর জেলার বিখ্যাত বিল কচুয়ার পার্শ্বস্থিত পোদাউলিয়া মৌজার অন্তর্গত হরিদ্রাপোতা গ্রামে ১৯৭০ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। প্রতিষ্ঠালগ্নে নিন্ম মাধ্যমিক হিসেবে খড়ের ছাউনি ও চাচের বেড়া দেয়া ঘরে বিদ্যালয়টির আত্নপ্রকাশ ঘটে। পরবর্তীতে ১৯৭৩ সালে এটি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। বিদ্যালয়টি বর্তমানে মাধ্যমিক বিজ্ঞান উন্নয়ন প্রকল্পের আওতাধীন সরকার নির্ধারিত ‘এ’ ক্যাটাগরী বিদ্যালয়ের অন্তর্ভূক্ত। সরকারের ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট কর্তৃক উন্নয়নের অন্তর্ভূক্ত করে দ্বিকক্ষ বিশিষ্ট বিজ্ঞান ভবন নির্মাণ করা হয়েছে। এখানে মেয়েদের পৃথক একটি কমনরুম আছে। বর্তমানে ২.৩৫ একর জমির উপর ৭টি পাকা কক্ষ ও তিন কক্ষ বিশিষ্ট সেমি পাকা ভবন নিয়ে বিদ্যালয়টির অবস্থান। বিদ্যালয়টি গড়ে তোলার পেছনে অপরিসীম অবদান রেখেছেন প্রদর্শক মোঃ জালাল উদ্দীন, মরহুম মোঃ মহিউদ্দীন সরদার, মোঃ আব্দুস সাত্তার সরদার, মোঃ জিন্নাত হোসেন, মোঃ আমীর হোসেন ও আরও বহু গণ্যমান্য ব্যক্তি। বর্তমানে বিদ্যালয়টিতে উল্লেখযোগ্য পরিমাণ ছাত্র-ছাত্রী রয়েছে।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল