
Home যশোর জেলা / Jessore District > চৌগাছা ছারা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৬২)
এই পৃষ্ঠাটি মোট 99772 বার পড়া হয়েছে
চৌগাছা ছারা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৬২)
চৌগাছা বাজারের প্রাণকেন্দ্রে মধুকবি মাইকেলের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের তীরে ১.৫৩ একর জমির উপর ৫ কক্ষ বিশিষ্ট আধা পাকা ভবন, ১০ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন ও ২ কক্ষ বিশিষ্ট বিজ্ঞানাগার নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। নারী শিক্ষা সমস্যার সমাধান কল্পে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন যশোর ঘোপের স্থায়ী বাসিন্দা ও চৌগাছা ইউনিয়ন পরিষদের প্রাক্তন প্রেসিডেন্ট মরহুম আব্দুল হাদী তরফদার বিশ্বাস। বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁকে ব্যাপকভাবে সাহায্য করেন মোঃ হজের আলী গুলদার, মোঃ ইব্রাহীম বিশ্বাস, মোঃ এনতাজ আলী বিশ্বাস, মুজিব উদ্দীন আহম্মদ, রকিব উদ্দীন আহম্মদ প্রমুখ ব্যক্তিবর্গ। বিদ্যালয়টি তৎকালীন স্থানীয় জমিদার বিঃ সরকারের পরিত্যাক্ত জমিতে স্থাপিত হয়। নরেন কর্মকার ও কমলা বালা সিংহ বিদ্যালয়টির জন্য কিছু জমি দান করেন। ১৯৬২ সালে প্রাইমারী পর্যায়ে শিক্ষা প্রদানের মাধ্যমেই বিদ্যালয়টির সূচনা এবং পরবর্তী পর্যায়ে বিদ্যালয়টিকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়। ১৯৭৬ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে যশোর শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল হাদি তরফদারের মায়ের নামে নামকরণ করে বিদ্যালয়টির নাম রাখা হয় “চৌগাছা ছারা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়”। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ এনামুল হোসেন (জি, টি)
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত